Donald Trump: মোদীর পডকাস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ট্রাম্প
Donald Trump: পডকাস্ট শো-তে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সুসম্পর্ক নিয়ে মোদীকে প্রশ্ন করেছিলেন ফ্রিডম্যান। তখন ট্রাম্পের প্রথমবার প্রেসিডেন্ট হওয়া থেকে সাম্প্রতিক 'আমেরিকা প্রথম' নীতি নিয়েও নিজের বক্তব্য রাখেন মোদী।

ওয়াশিংটন: তিন ঘণ্টার পডকাস্ট। নানা ইস্যুতে মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উঠে এসেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাও। মোদীর সঙ্গে ফ্রিডম্যানের তিন ঘণ্টার সেই পডকাস্ট এবার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
গতকাল ওই পডকাস্ট শো-তে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সুসম্পর্ক নিয়ে মোদীকে প্রশ্ন করেছিলেন ফ্রিডম্যান। তখন ট্রাম্পের প্রথমবার প্রেসিডেন্ট হওয়া থেকে সাম্প্রতিক ‘আমেরিকা প্রথম’ নীতি নিয়েও নিজের বক্তব্য রাখেন মোদী। ট্রাম্প ও মোদী পরস্পরকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। তাঁদের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। ট্রাম্পের সঙ্গে তাঁর সুসম্পর্কের কারণও গতকাল ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।
ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ট্রাম্প ‘আমেরিকা প্রথম’ নীতিতে বিশ্বাস করেন, যেমন আমি ‘ভারত প্রথম’ নীতিতে বিশ্বাস করি।” তিনি জানান, একই ধরনের ভাবনাচিন্তার জন্যই তাঁদের মধ্যে এত ভাল সম্পর্ক। ২০২৪ সালে আমেরিকার সাধারণ নির্বাচনের প্রচারের সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। ট্রাম্পের কানের পাতা ছিঁড়ে রক্ত বেরোয়। সেই অবস্থাতেই ট্রাম্প যেভাবে হাত উঁচিয়ে রেখেছিলেন, তা দেখে অভিভূত হয়েছিলেন বলে পডকাস্ট শোতে জানান মোদী। ২০১৯ সালে হাউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এই খবরটিও পড়ুন




মোদীর এই পডকাস্ট শো-র ইউটিউব লিঙ্ক নিজের ‘ট্রুথ সোশ্যাল’ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। কূটনীতিকরা বলছেন, পডকাস্ট শোতে ট্রাম্পের প্রশংসা করে মোদী যেমন তাঁদের সুসম্পর্কের কথা স্পষ্ট করে দিয়েছেন, তেমনই ট্রাম্পও শো-র ইউটিউব লিঙ্ক শেয়ার করে বুঝিয়ে দিলেন, মোদী তাঁর বন্ধু। প্রসঙ্গত, দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যেসব রাষ্ট্রপ্রধান ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম মোদী। গতমাসের মাঝামাঝি আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।





