US President Donald Trump: পুতিনের সঙ্গে কথা বলে সুর নরম, ভারতকে শুল্ক থেকে ছাড় দেবেন ট্রাম্প?

US Tariff on India: শুক্রবার পুতিনের সঙ্গে সাক্ষাতের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ওয়াশিংটন ভারতের উপরে পেনাল্টি শুল্ক চাপানোর পর রাশিয়া ভারতকে গ্রাহক হিসাবে হারিয়েছে। এরপরই তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

US President Donald Trump: পুতিনের সঙ্গে কথা বলে সুর নরম, ভারতকে শুল্ক থেকে ছাড় দেবেন ট্রাম্প?
ট্রাম্পের সঙ্গে পুতিনের সাক্ষাৎ।Image Credit source: PTI

|

Aug 16, 2025 | 1:37 PM

নয়া দিল্লি: ভারতের উপর থেকে শুল্কের খাঁড়া কি তবে নামল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বৈঠকের পরই জল্পনা, ভারতের উপর চাপানো ৫০ শতাংশ শুল্ক কি কমাবেন ট্রাম্প?

শুক্রবার পুতিনের সঙ্গে সাক্ষাতের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ওয়াশিংটন ভারতের উপরে পেনাল্টি শুল্ক চাপানোর পর রাশিয়া ভারতকে গ্রাহক হিসাবে হারিয়েছে। এরপরই তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বলেন যে রাশিয়ার ক্রুড তেল কেনার জন্য ভারতের উপরে অতিরিক্ত শুল্ক নাও বসাতে পারেন।

প্রসঙ্গত, ট্রাম্প দাবি করলেও, ভারত থেকে রাশিয়ার তেল কেনা বন্ধ করা সম্পর্কে কোনও ঘোষণা করেনি। প্রসঙ্গত, গত মাসেই ওয়াশিংটন ভারতের উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে দেয়। শুল্ক দ্বিগুণ করার পিছনে যুক্তি দেওয়া হয় যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে। আগামী ২৭ অগস্ট থেকে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা।

আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করার আগেও মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের সামনে দাবি করেছিলেন যে রাশিয়া ভারতকে গ্রাহক হিসাবে হারিয়েছে। বলেন, “ও (রাশিয়া) তেলের গ্রাহক হারিয়েছে, ভারত ৪০ শতাংশ তেল কিনত। চিনও অনেক ব্যবসা করে…আমি যদি সেকেন্ডারি স্য়াংশন বা দ্বিতীয় শুল্ক বসাই, তবে তাদের দিক থেকে এটা বিধ্বংসী হবে। যদি আমায় করতে হয়, তবে আমি করব। হয়তো আমায় করতে হবে না।”