
ওয়াশিংটন: এ বছরই প্রেসিডেনশিয়াল ইলেকশন রয়েছে আমেরিকায়। জো বাইডেনের বয়স নিয়ে জোর চর্চা চলছে মার্কিন মুলুকেই। বছর একাশির বাইডেনকে আরও একবার প্রার্থী করা হবে কি না, তা নিয়ে চলছে কাঁটাছেড়া। এসবের মধ্যেই এবার টিকটকে চলে এলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভোট বড় বালাই, তাই প্রেসিডেনশিয়াল ইলেকশনের আগে এবার টিকটকে একটা অ্যাকাউন্ট খুলেই ফেললেন তিনি। রবিবার নিজের টিকটক হ্যান্ডেলে প্রথম একটি ভিডিয়ো শেয়ার করেছেন বাইডেন। ২৬ সেকেন্ডের একটি শর্ট ভিডিয়ো শেয়ার করেছেন তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
উল্লেখ্য, টিকটকের মালিকানা রয়েছে চিনা সংস্থা বাইটড্যান্সের হাতে। বিগত বছরগুলিতে মার্কিন রাজনীতিকরা টিকটকের তুমুল সমালোচনাও করেছে। বেশিরভাগ সমালোচনা রিপাবলিকান শিবির থেকে এলেও, বাইডেনের সরকারও সমালোচনা করতে ছাড়েনি টিকটকের। মার্কিন রাজনীতিকরা বার বার অভিযোগ তুলেছেন, টিকটককে নাকি বেজিং প্রোপাগান্ডা ছড়ানোর একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছে। যদিও সংস্থার তরফে সেই অভিযোগ বার বার উড়িয়ে দেওয়া হয়েছে। তবে এবার ভোটের মুখে বাইডেন নিজেই টিকটকে অ্যাকাউন্ট খুলে ফেললেন।
রবিবার শেয়ার করা ওই ২৬ সেকেন্ডের ভিডিয়োয় বেশ হালকা মেজাজে ধরা দিলেন বাইডেন। ৮১ বছর বয়সি বাইডেন সেখানে রাজনীতি থেকে শুরু করে এনএফএল চ্যাম্পিয়নশিপ গেমস, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
প্রসঙ্গত, আগামী নভেম্বরেই নির্বাচন রয়েছে আমেরিকায়। মার্কিন নাগরিকরা লাল-নীলের মধ্যে থেকে বেছে নেবেন নিজেদের প্রেসিডেন্টকে। তার আগে ইতিমধ্যেই বাইডেন রয়েছেন মার্কিন নাগরিকের আতস কাচের তলায়। সৌজন্যে, মার্কিন স্পেশাল কাউন্সেল রবার্ট হুরের রিপোর্ট। সেখানে, বাইডেনকে ‘বয়স্ক’ ও ‘দুর্বল স্মৃতিশক্তি সম্পন্ন’ ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে।