Russia-Ukraine Conflict: ৪০ শতাংশ সেনাই হামলা চালানোর জন্য প্রস্তুত, রুশ ‘গতিবিধি’ নিয়ে সতর্ক করল আমেরিকা

Russia-Ukraine Conflict: নাম প্রকাশে অনিচ্ছুক এক হোয়াইট হাউসের আধিকারিক বলেন, "রাশিয়া যে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে, তারমধ্যে ৪০ থেকে ৫০ শতাংশই হামলা চালানোর অপেক্ষায় বসে রয়েছে।"

Russia-Ukraine Conflict: ৪০ শতাংশ সেনাই হামলা চালানোর জন্য প্রস্তুত, রুশ গতিবিধি নিয়ে সতর্ক করল আমেরিকা
ফাইল ছবি।

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 19, 2022 | 12:10 PM

ওয়াশিংটন: যুদ্ধ কি অবশ্যম্ভাবী?  যেকোনও মুহূর্তেই ইউক্রেনের উপরে হামলা চালাতে পারে রাশিয়া (Russia)। ইউক্রেন (Ukraine) সীমান্তে প্রায় ৪০ শতাংশ রুশ সেনাই হামলা চালানোর অপেক্ষায় বসে রয়েছে, শুক্রবার এমনটাই জানাল আমেরিকা (USA)। মস্কোও হামলা চালানোর জন্য ইউক্রেন সীমান্তের দিকে এগোতে শুরু করেছে বলে দাবি। আমেরিকার তরফে জানানো হয়েছে, রাশিয়া প্রায় দেড় লক্ষেরও বেশি বাহিনী ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে। বুধবার থেকেই তাদের গতিবিধিতে বিশেষ পরিবর্তন এসেছে। মহড়া, প্রশিক্ষণের পরিমাণ বেড়েছে। ফলে যে কোনও মুহূর্তেই ইউক্রেনের উপর হামলা চলতে পারে বলে মনে করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হোয়াইট হাউসের আধিকারিক বলেন, “রাশিয়া যে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে, তারমধ্যে ৪০ থেকে ৫০ শতাংশই হামলা চালানোর অপেক্ষায় বসে রয়েছে। গত ৪৮ ঘণ্টায় তারা কৌশলগত সামরিক আকার নিয়েছে। এই সামরিক অবস্থানগুলি ছিক সীমান্তের কাছেই, যেখানে আগে থেকেই রাশিয়ার মিলিটারি বাহিনী হামলা চালানোর অপেক্ষায় বসে রয়েছে।”

ওই আধিকারিক আরও জানান, প্রায় ১২৫ ব্যাটেলিয়ন কৌশলগত সামরিক বাহিনী ইউক্রেনের সীমান্তের কাছে দাঁড়িয়ে রয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে যে পরিমাণ সেনা মোতায়েন ছিল, তা বর্তমানে ৬০ থেকে ৮০ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধ নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই বিশ্ব রাজনীতি উত্তাল হয়েছে। ওয়াশিংটনের তরফেও বিগত কয়েক সপ্তাহ ধরে সতর্ক করা হয়েছে যে রাশিয়া সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি ঘোরালো করছে এবং ইউক্রেনে হামলা চালানোর জন্য পরিস্থিতি উসকে দেওয়ার চেষ্টা করছে।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ‘দ্য উইক’ সংবাদমাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একাধিক সুযোগ রয়েছে এবং যে কোনও সময়েই হামলা চালাতে পারে। যদিও মস্কোর তরফে অস্বীকার করা হয়েছে যে তাদের ইউক্রেনে হামলা চালানোর কোনও পরিকল্পনা নেই। উল্লেখ্য, ২০১৪ সালেও রাশিয়া ইউক্রেনের ক্রিমা অঞ্চলে হামলা চালিয়েছিল।

আরও পড়ুন: Russia Praises India’s Stand at UN: আলোচনাতেই সমাধান হবে রাশিয়া-ইউক্রেন টানাপোড়েনের, মত ভারতের, ‘স্বাধীন’ অবস্থানে খুশি রাশিয়া