China Pneumonia: ‘আর অপেক্ষা করা উচিত নয়…’, বাইডেনের কাছে চিন সফরে নিষেধাজ্ঞা জারির দাবি মার্কিন সেনেটরদের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 02, 2023 | 11:32 PM

US Senator: চিনের রহস্যময় নিউমোনিয়া নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)-র তরফে এখনও পর্যন্ত আশঙ্কা-বার্তা দেওয়া হয়নি। চিনের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপও করেনি। কিন্তু, হু-র পদক্ষেপ করা পর্যন্ত অপেক্ষা না করে মার্কিন নাগরিকদের স্বাস্থ্য ও দেশের অর্থনীতির কথা ভেবে অবিলম্বে চিনের সঙ্গে যাতায়াত বন্ধ করা উচিত বলে দাবি জানিয়েছেন রিপাবলিকান সেনটররা।

China Pneumonia: আর অপেক্ষা করা উচিত নয়..., বাইডেনের কাছে চিন সফরে নিষেধাজ্ঞা জারির দাবি মার্কিন সেনেটরদের
চিনা নিউমোনিয়া নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রশাসন।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ওয়াশিংটন: চিনের রহস্যময় নিউমোনিয়ার (China Pneumonia) ঢেউ পৌঁছে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও (US)। ইতিমধ্যে সেখানে জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে একাধিক শিশু। ওহাইও প্রদেশের ওয়ারেন কাউন্টিতে তো ইতিমধ্যেই ইনফ্লুয়েঞ্জা উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা শতাধিক। সকলেরই বয়স ৩ বছর থেকে ১৪ বছরের মধ্যে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে মার্কিন মুলুকে। পরিস্থিতি সামাল দিতে বাইডেন (Joe Biden) প্রশাসনের কাছে চিন সফরের উপর নিষেধাজ্ঞা জারির দাবি তুললেন মার্কিন সেনেটররা।

রিপাবলিকান পার্টির মার্কিন সেনেটররা চিন সফরে নিষেধাজ্ঞা জারি করার দাবি তুলেছেন। ইতিমধ্যে বিষয়টি জানিয়ে তাঁরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠিও দিয়েছেন। সেই চিঠিতে কোভিড-কালের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, “জনস্বাস্থ্য সংকট নিয়ে চিন কমিউনিস্ট পার্টির (CCP) মিথ্যা বলার ইতিহাস আমাদের সকলের জানা। কোভিড-১৯-এর সময়ে CCP সত্য
লুকিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল এবং রোগের উৎস সম্পর্কে তাদের মধ্যে স্বচ্ছতার অভাব ছিল। তাই অজানা শ্বাসকষ্টের অসুখ ছড়িয়ে পড়ার আগে অবিলম্বে মার্কিন নাগরিকদের চিনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা উচিত।”

যদিও চিনের রহস্যময় নিউমোনিয়া নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)-র তরফে এখনও পর্যন্ত আশঙ্কা-বার্তা দেওয়া হয়নি। চিনের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপও করেনি। কিন্তু, হু-র পদক্ষেপ করা পর্যন্ত অপেক্ষা না করে মার্কিন নাগরিকদের স্বাস্থ্য ও দেশের অর্থনীতির কথা ভেবে অবিলম্বে চিনের সঙ্গে যাতায়াত বন্ধ করা উচিত বলে দাবি জানিয়েছেন রিপাবলিকান সেনটররা। কোভিডকালে লকডাউনের ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে চিঠিতে আরও বলা হয়েছে, “একটি দেশে সফর-নিষেধাজ্ঞা মৃত্যু, লকডাউন এবং সংক্রমণ থেকে দেশকে রক্ষা করতে পারে।” এপ্রসঙ্গে রিপালিকান সেনেটররা কোভিডকালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কথাও তুলে ধরেছেন। ২০২০ সালে কোভিড সংক্রমণ শুরু হতেই তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দেশের আগে চিন সফরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। যা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তাঁর সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন রিপাবলিকান সেনেটররা। যদিও বাইডেন প্রশাসনের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, চিনের রহস্যময় নিউমোনিয়া নেদারল্যান্ড, তাইওয়ান-সহ ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে নাগরিকদের চিনে না যাওয়ার পরামর্শ দিয়েছে তাইওয়ান প্রশাসন।

Next Article