Uber cab: ট্রিপ বাতিল করে বছরে ২৩ লক্ষ টাকা আয় করেন উবের চালক!

Uber driver's income: উবের ক্যাবে সাধারণত যতগুলি ট্রিপ হবে, তার উপরই চালকের উপার্জন নির্ভর করে বলে সকলের ধারণা। কিন্তু, ট্রিপ বাতিল করেও উপার্জন করা যায়। শুনতে অবাক লাগছে? একথা জানিয়েছেন খোদ এক উবের চালক। ৩০ শতাংশ ট্রিপ বাতিল করেও বছরের শেষে মোটা টাকা আয় করেছেন তিনি।

Uber cab: ট্রিপ বাতিল করে বছরে ২৩ লক্ষ টাকা আয় করেন উবের চালক!
প্রতীকী ছবি।Image Credit source: AFP

| Edited By: Sukla Bhattacharjee

Nov 06, 2023 | 4:00 PM

উত্তর ক্যারোলিনা: অ্যাপ ক্যাবের মধ্যে অন্যতম উবের (Uber)। সাধারণত যতগুলি ট্রিপ হবে, তার উপরই চালকের উপার্জন নির্ভর করে বলে সকলের ধারণা। কিন্তু, ট্রিপ বাতিল করেও উপার্জন করা যায়। শুনতে অবাক লাগছে? একথা জানিয়েছেন খোদ এক উবের চালক। মার্কিন যুক্তরাষ্ট্রের (US) ৭০ বছর বয়সি উবের চালক বিল ৩০ শতাংশ ট্রিপ (ride) বাতিল করেও বছরের শেষে মোটা টাকা আয় করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার উবের চালক বিল মূলত, পার্ট টাইম কাজ হিসাবেই উবেরের চালানো শুরু করেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, গত বছরে তিনি মাত্র ১০ শতাংশেরও কম ট্রিপ গ্রহণ করেছেন এবং ৩০ শতাংশের বেশি ট্রিপ বাতিল করেছেন। প্রায় ১৫০০ ট্রিপ করেছেন তিনি। আর সেটাতেই ২৮ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২৩ লক্ষ ২৮ হাজার টাকা) আয় করেছেন।

বিল বলেন, “গাড়ির চাহিদা যখন বাড়ে, তখনই আমি উবের চালাই।” শুক্র ও শনিবার রাত ১০টা থেকে ভোর আড়াইটে পর্যন্ত উবেরের চাহিদা থাকে। চাহিদা বেশি থাকলেই মুনাফা হওয়ার সম্ভাবনা থাকে। যে সময় মুনাফার সম্ভাবনা থাকে, সেই সময়ই তিনি গাড়ি চালান। অন্য সময় সাধারণত ট্রিপ বাতিল করে দেন।