USA: ‘সেক্স স্লেভ’ করে রেখেছিল মা! ৮ বছর পর পাওয়া গেল ‘নিখোঁজ’ মার্কিন কিশোরকে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 07, 2023 | 12:38 PM

USA man served as mother's slave for years: এই ঘটনার সূত্রপাত ঘটেছিল ২০১৫ সালে। হিউস্টনে উত্তর-পূর্ব দিকের এক এলাকা তাঁদের বাড়ি। ১৭ বছরের রুডি তাঁর পোষ্য দুই কুকুর নিয়ে বাড়ির কাছেই হাঁটতে বেরিয়েছিলেন। তারপরই তাঁর মা, পুলিশে অভিযোগ জানিয়েছিলে, রুডি নিখোঁজ হয়ে গিয়েছে।

USA: সেক্স স্লেভ করে রেখেছিল মা! ৮ বছর পর পাওয়া গেল নিখোঁজ মার্কিন কিশোরকে
জেনি সান্তানা এবং রুডি ফারিয়াস (নিখোঁজ হওয়ার সময়)
Image Credit source: Twitter

Follow Us

ওয়াশিংটন: ১৭ বছর বয়সে নিখোঁজ হয়ে গিয়েছিলেন রুডি ফারিয়াস। আট বছর কোনও খোঁজ ছিল না আমেরিকার টেক্সাসের এই নাগরিকের। সম্প্রতি, এক গির্জার বাইরে তাঁকে পাওয়া গিয়েছে। খোঁজ পাওয়ার প্রায় এক সপ্তাহ পর, হিউস্টন পুলিশ জানিয়েছে, এই পুরো সময় তিনি তাঁর মায়ের সঙ্গেই থাকতেন। রুডির অভিযোগ, মা তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করতেন। তাঁকে ‘সেক্স স্লেভ’ বা ‘যৌন দাস’ করে রেখেছিলেন তাঁর মা জেনি সান্তানা। সমাজকর্মী কোয়ানেল এক্স-এর দাবি, রুডকে তাঁর মা বলেছিল, তাঁকে তাঁর বাবার ভূমিকা নিতে হবে। মায়ের স্বামী হয়ে থাকতে হবে। এই বিষয়ে পুলিশকে কিছু বললে, তিনি নিজেই ঝামেলায় পড়বেন বলে রুডিকে হুমকিও দিয়েছিলেন জেনি সান্তানা। হিউস্টন পুলিশ মেনে নিয়েছে, প্রায় এক দশক ধরে পুলিশ-প্রশাসনকে মিথ্যা বলে ছেলেকে নিজের কাছেই রেখে দিয়েছিলেন জেনি। তবে, তার উপর জেনি যৌন নির্যাতন করতেন, এই দাবি মানেনি তারা।

বুধবার (৫ জুলাই) টেক্সাসের এক হোটেলে সমাজকর্মী কোয়ানেল এক্স-এর উপস্থিতিতেই রুডি ফারিয়াস এবং তার মা জেনি সান্তানার সাক্ষাৎকার নিয়েছে হিউস্টন পুলিশের গোয়েন্দা বিভাগ। তারপরই কোয়ানেল এক্স দাবি করেছেন, প্রায় এক দশক ধরে রুডিকে যৌন নির্যাতন করতেন তাঁর মা। তাঁকে মাদকের নেশায় আচ্ছন্ন করে রাখতেন। এক বিছানায় শুতে বাধ্য করতেন জেনি সান্তানা। তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন। তবে, হিউস্টন পুলিশ রুডিকে তাঁর মায়ের নির্যাতন করার অভিযোগ অস্বীকার করেছে। তদন্তকারীদের দাবি, এই অভিযোগ কাল্পনিক। এই বিষয়ে কোনও অভিযোগ শুনবেন না ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। তবে, এই ঘটনায় যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে, তা মেনে নিয়েছে পুলিশ। সেই অসঙ্গতির কোনও ব্যাখ্যা এখনও দিতে পারেনি তারা। রুডি ও তাঁর মায়ের জিজ্ঞাসাবাদের বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য তারা দিতে চায়নি।

এই ঘটনার সূত্রপাত ঘটেছিল ২০১৫ সালে। হিউস্টনে উত্তর-পূর্ব দিকের এক এলাকা তাঁদের বাড়ি। ১৭ বছরের রুডি তাঁর পোষ্য দুই কুকুর নিয়ে বাড়ির কাছেই হাঁটতে বেরিয়েছিলেন। তারপরই তাঁর মা, পুলিশে অভিযোগ জানিয়েছিলে, রুডি নিখোঁজ হয়ে গিয়েছে। তদন্তে নেমে পুলিশ কুকুরদুটিকে খুঁজে পেয়েছিল। কিন্তু, কিশোরটি রুডির খোঁজ মেলেনি। আট বছর বাদে রুডিকে খুঁজে পাওয়ার পর, পুলিশ জানতে পারে, তিনি মাত্র একদিনের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। পরদিনই বাড়িতে ফিরে এসেছিলেন। কিন্তু পরের আট বছর ধরে তিনি এবং তাঁর মা পুলিশকে মিথ্যা বলেছিলেন। দাবি করেছিলেন, রুডিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো সময়টা রুডি বাড়িতেই থাকতেন, অন্য নাম ব্যবহার করতেন।

কোয়ানেল এক্সের দাবি, ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে প্রায় ক্রীতদাসের মতো ব্যবহার করতেন তাঁর মা। সেই জীবনে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। আর সেই কারণেই বাড়ি ছেড়ে একদিনের জন্য উধাও হয়ে গিয়েছিল সে। রুডির মাসিও তাঁর নিজের বোন সম্পর্কে কুখ্যাতিই করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর বোন অত্যন্ত ‘ম্যানিপুলেটিভ’, অর্থাৎ, অপর ব্যক্তিদের নিয়ন্ত্রণ করতে ভালবাসেন। সেই সঙ্গে তাঁর বোনপোকে নিখোঁজ দেখিয়ে বিমার সুবিধা গ্রহণের চেষ্টাও করে থাকতে পারেন জেনি, বলে আশঙ্কা তাঁর দিদির। উদ্ধারের পর, রুডি আপাতত তাঁর মাসির সঙ্গেই থাকছেন।

Next Article