US Police: ঘুমন্ত মহিলাদের পায়ে ঘষাঘষি, জুতো চুরি, হস্তমৈথুনের অভিযোগ! যুবকের কীর্তিতে তাজ্জব পুলিশ

USA Crime news: পুলিশ সূত্রে খবর, গত ১ জুলাই থেকে ৩ জুলাইয়ের মধ্যে ওই যুবক দু'জন মহিলার ঘরে ঢুকেছিল। ভোরবেলা স্ক্রিন ডোর দিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাদের পায়ে ঘষাঘষি করছিল। সেই ঘষাঘষির চোটে ঘুম ভেঙে যায় মহিলাদের।

US Police: ঘুমন্ত মহিলাদের পায়ে ঘষাঘষি, জুতো চুরি, হস্তমৈথুনের অভিযোগ! যুবকের কীর্তিতে তাজ্জব পুলিশ
প্রতীকী ছবিImage Credit source: Pixabay

| Edited By: Soumya Saha

Aug 06, 2023 | 6:30 AM

নেভাডা: মহিলাদের ঘরে ঢুকে তাঁদের পায়ে ঘষাঘষি করত বছর ২৬-এর মার্ক অ্যান্টনি গনজ়ালেস নামে এক যুবক। লুকিয়ে মহিলাদের ঘরে ঢুকে পড়ত। তারপর মহিলার যখন ঘুমিয়ে পড়তেন, তখন তাঁদের পায়ে ঘষাঘষি করত ওই যুবক। সেই অভিযোগের ভিত্তিতে এবার অভিযুক্ত মাঝবয়সি ওই যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডায়। পুলিশ সূত্রে খবর, গত ১ জুলাই থেকে ৩ জুলাইয়ের মধ্যে ওই যুবক দু’জন মহিলার ঘরে ঢুকেছিল। ভোরবেলা স্ক্রিন ডোর দিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাদের পায়ে ঘষাঘষি করছিল। সেই ঘষাঘষির চোটে ঘুম ভেঙে যায় মহিলাদের। প্রথমে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন তাঁরা। মহিলাদের ঘুম ভাঙতেই ওই যুবক সেখান থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল।

সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ডগলাস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানানো হয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি এর আগেও এমন অপকর্ম ঘটিয়েছে। ক্যালিফর্নিয়ার মার্সেড কাউন্টি পুলিশের থেকে ডগলাস পুলিশ জানতে পারে অভিযুক্ত ওই ব্যক্তির বিষয়ে। এর আগেও বিভিন্ন সময়ে মহিলাদের ঘরে ঢুকে চুরি করেছে সে। কখনও মহিলাদের জুতো, কখনও অন্য কোনও সামগ্রী চুরি করে পালিয়েছে বলে অভিযোগ। আর এসব অপকর্মের সময়ে কখনও কখনও হস্তমৈথুনও করেছিল সে, অভিযোগ তেমনই। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন মহিলার বাড়িতে ঢুকে এই ধরনের কাণ্ড ওই যুবক ঘটিয়েছে বলে অভিযোগ। যুবকের কীর্তির ফিরিস্তি দেখে হতবাক পুলিশ অফিসাররাও।

গত ১ অগস্ট গনজ়ালেসকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ডগলাস কাউন্টি শেরিফ ড্যান কভারলি জানিয়েছেন, ‘আমি খুব খুশি যে তদন্তকারী অফিসাররা অভিযুক্তকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করেছেন। এই ধরনের অপরাধমূলক আচরণ ভীষণ উদ্বেগজনক। অভিযুক্ত গ্রেফতার হওয়ায় অপকর্মের শিকার হওয়া মহিলারা ও সাধারণ মানুষরা আবার নিরাপদ বোধ করতে পারবেন।’