ওয়াশিংটন: বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করা, যাত্রীদের বিমানবন্দরে ফেলে রেখে বিমানের উড়ে যাওয়া, খারাপ আবহাওয়ার জেরে ভিন্ন গন্তব্যে পৌঁছে পাইলটের আর বিমান ওড়াতে না চাওয়া, উড়ানের মধ্যে মহিলাকে বিছের কামড় – গত কয়েক মাসে উড়ান শিল্প ক্ষেত্রে একের পর এক অবাঞ্ছিত ঘটনা ঘটে চলেছে। সেই তালিকায় সম্প্রতি যুক্ত হল আরও একটি অদ্ভুত ঘটনা। এবার মাঝ আকাশে বিমানের মেঝেতেই প্রস্রাব করলেন এক মহিলা। তাঁর দাবি, সংশ্লিষ্ট বিমানের কর্মীরা তাঁকে কয়েক ঘণ্টা ধরে শৌচাগারে যেতে দেয়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই তিনি এই কাজ করেছেন। তবে, এই ঘটনা ভারতে নয়, ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, উড়ান সংস্থা স্পিরিট এয়ারলাইন্সের এক ফ্লাইটে। মহিলা দাবি করেছেন, তিনি দুই ঘন্টা ধরে শৌচগারে যাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। তারপর, আর তলপেটের চাপ ধরে রাখতে পারেননি।
বিমানের মেঝেতে তাঁর প্রস্রাব করার দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন এক কেবিন ক্রু। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ২৩ সেকেন্ডের ছোট্ট ক্লিপে দেখা যাচ্ছে, কালো পোশাক করা এক কৃষ্ণাঙ্গ মহিলা বিমানের মেঝেতে উবু হয়ে বসে প্রস্রাব করছেন। ক্রু সদস্যরা আপত্তি জানানোয়, তিনি জানান, ২ ঘণ্টা ধরে তিনি প্রস্রাব চেপে রেখেছিলেন। তাঁর পক্ষে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, “আপনাদের যা ইচ্ছা করতে পারেন।” অন্যদিকে, আশপাশে দাঁড়িয়ে থাকা ক্রু সদস্যদের নাকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ২০ জুলাই। টেকঅফের পর থেকেই শৌচাগারের দরজা কখন খোলা হবে, তার অপেক্ষা করছিলেন ওই মহিলা। বিমানের মেঝেতেই প্রস্রাব করার পর, বিমানসেবিকারা তাঁকে বেশি করে জল খেতে বলেন। কারণ, তাঁর প্রস্রাব থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হচ্ছিল।
Spirit airline customer squats & pees on board a flight. pic.twitter.com/h3RxdOFbDE
— Nigerian killmonger (@K1ngxcarter) July 20, 2023
তাঁকে শৌচাগারে যেতে না দেওয়াতেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করলেও, ওই মহিলাকে রেহাই দেয়নি সোশ্যাল মিডিয়া। বহু মানুষ বলেছেন, “এটা অত্যন্ত ঘৃণ্য কাজ।” একজন বলেছেন, তাঁর বিড়ালও ওই নহিলার থেকে অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন। তাদের মলমূত্র ত্যাগ করার জায়গা পরিষ্কারের জন্য সে ধৈর্য ধরে অপেক্ষা করে। তবে, ‘স্পিরিট এয়ারলাইন্স’ এখনও এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেনি। এর আগে ২০১৮ সালে, ‘উইজ এয়ারে’র এক বিমানে এক মহিলা একই কাজ করেছিলেন। মাঝ আকাশে বিমানে জ্বালানি ভরা হচ্ছিল। সেই সময় শৌচাগার ব্যবহার করা যাবে না বলে জানিয়েছিলেন বিমান কর্মীরা। তারপরই ওই কাজ করেছিলেন তিনি।