
কারাকাস: ভেনেজ়ুয়েলায় মার্কিন অভিযান, অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এবার দেশ চালাবে কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন, আপাতত আমেরিকাই ভেনেজয়ুয়েলাকে চালাবে। অন্যদিকে আবার শোনা যাচ্ছিল, নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে প্রেসিডেন্টের পদে বসাতে পারে আমেরিকা। তবে সব জল্পনায় জল ঢেলে ভেনেজয়ুেলার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ়কে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিতে।
রয়টার্স সূত্রে খবর, প্রশাসনিক কাজ চালু রাখতে এবং দেশ রক্ষায় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ়কে ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্টের পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক চেম্বার।
ইতিমধ্যেই প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী যে বেঁচে রয়েছেন, তার প্রমাণ চেয়ে সুর চড়িয়েছেন ডেলসি। দাবি করেছেন যে মাদুরোকেই ভেনেজ়ুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসাবে রাখা হোক।
১৯৬৯ সালের ১৮ মে ভেনেজ়ুয়েলার কারাকাসে জন্ম ডেলসির (৫৬)। বামপন্থী গরিলা যোদ্ধা জর্জ আন্তেনিও রড্রিগেজ়ের কন্য়া ডেলসি, যিনি ১৯৭০-র দশকে লিগা সোশ্যালিস্টা পার্টি তৈরি করেছিলেন। ভেনেজ়ুয়েলার সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পড়েছেন ডেলসি। এরপরে বিগত এক দশকেই তাঁর উল্কার গতিতে রাজনৈতিক উত্থান হয়েছে।
২০১৩ সাল থেকে ২০১৪ পর্যন্ত ভেনেজ়ুয়েলার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন ডেলসি। এরপরে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বিদেশমন্ত্রী পদ সামলান। ২০১৭ সালে তাঁকে সাংবিধানিক অ্যাসেম্বলির শীর্ষপদে বসানো হয়, এই অ্যাসেম্বলিই মাদুরোর ক্ষমতা বৃদ্ধি করেছিল। ২০১৮ সালের জুন মাসে মাদুরো ডেলসি রড্রিগেজ়ের নাম ভাইস প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন।
গত ২০২৪ সালের অগস্ট মাসে ডেলসির ঝুলিতে আসে আরও গুরুত্বপূর্ণ এক মন্ত্রক, তেল মন্ত্রকও। আমেরিকা যখন ভেনেজ়ুয়েলার উপরে নিষেধাজ্ঞা চাপায়, তখন ডেলসিই বিষয়টি সামাল দিয়েছিলেন।