Viral Video: আটকে গেল রোলারকোস্টার, ৪০ মিনিট ধরে ৭২ ফুট উঁচুতে হেটমুণ্ড হয়ে ঝুলে আটজন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 31, 2023 | 7:00 AM

Roller Coaster Gets Stuck: প্রায় ৪০ মিনিট ধরে উল্লম্বভাবে ঝুলে থাকার পর, ওই আট ব্যক্তিকে উদ্ধার করে মাটিতে নামিয়ে আনা হয়। অ্যাডভেঞ্চার আইল্যান্ড থিম পার্কের অন্যতম আকর্ষণ এই রোলারকোস্টারটি। তারই সর্বোচ্চ বিন্দুতে আকাশের দিকে মুখ করে ঝুলে ছিলেন তাঁরা।

Viral Video: আটকে গেল রোলারকোস্টার, ৪০ মিনিট ধরে ৭২ ফুট উঁচুতে হেটমুণ্ড হয়ে ঝুলে আটজন
হেটমুণ্ড হয়ে ঝুলে রইলেন ৪০ মিনিট
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: পা উপরের দিকে, মাথা নীচের দিকে। এই অবস্থায় ৪০ মিনিট ধরে একটি ৭২-ফুট উচ্চতার রোলারকোস্টারের শীর্ষে আটকে! যে রোলারকোস্টার যাত্রা হওয়ার কথা ছিল আনন্দের, এক ৮ বছরের শিশুকন্যা-সহ আট ব্যক্তির জন্য সেই যাত্রাই পরিণত হল দুঃস্বপ্নে। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ জুলাই), এসেক্সের সাউথএন্ডের ‘অ্যাডভেঞ্চার আইল্যান্ড’ থিম পার্কে। প্রায় ৪০ মিনিট ধরে উল্লম্বভাবে ঝুলে থাকার পর, ওই আট ব্যক্তিকে উদ্ধার করে মাটিতে নামিয়ে আনা হয়। অ্যাডভেঞ্চার আইল্যান্ড থিম পার্কের অন্যতম আকর্ষণ এই রোলারকোস্টারটি। তারই সর্বোচ্চ বিন্দুতে আকাশের দিকে মুখ করে ঝুলে ছিলেন তাঁরা। সেই আতঙ্কের মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভাইরাল হয়েছে।

অ্যাডভেঞ্চার আইল্যান্ড থিম পার্কটি চালায় স্টকভেল গ্রুপ। এই গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর মার্ক মিলার বলেছেন, “শুক্রবার দুপুর ২টোর ঠিক পরে, রোলারকোস্টারটির একটি ক্যারেজ আচমকা আটকে যায়। আমাদের উদ্ধারকারীরা সকলেই উচ্চ প্রশিক্ষিত। ‘হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভস’ এবং ‘এসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ’-এর সার্টিফিকেট আছে তাদের। অবিলম্বে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কাজ শুরু করেছিল তারা। সমস্ত যাত্রীকে ৪০ মিনিটের মধ্যে নিরাপদে এবং সুস্থভাবে মাটিতে ফিরিয়ে আনা হয়।” প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে হারনেস ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ, দড়ি দিয়ে বেঁধে তাঁদের নীচে নামিয়ে আনা হয়।


আটকে পড়া শিশুকন্যার মা সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ করায় পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন। নিউইয়র্ক পোস্টকে তিনি জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ রোলারকোস্টারটি উপরে ওঠার সময় আটকে গিয়েছিল। তিনি বলেছেন, পরিস্থিতি শান্তই ছিল। এই ঘটনা নিয়ে কেউ চিৎকার-চেচামেচি করেননি বা গণ হিস্টিরিয়াও তৈরি হয়নি। পার্ক কর্তৃপক্ষ পরিস্থিতি অত্যন্ত ভালভাবে মোকাবিলা করেছে। প্রত্যেককে আশ্বস্ত করেছিল তারা। রোলারকোস্টারটি ঘিরে প্রচুর লোকের ভিড় জমে গিয়েছিল। তবে, কারোর মধ্যে আতঙ্ক ছড়ায়নি। প্রত্যেককে নিরপদে উদ্ধার করা হয়।

Next Article