মেক্সিকো সিটি: হট এয়ার বেলুনে অ্য়াডভেঞ্চারের জন্য সওয়ার হয়েছিলেন। তবে মাঝ আকাশে হঠাৎই সেই বেলুনে আগুন ধরে যায়। বড়সড় দুর্ঘটনার আন্দাজ করে বেলুন থেকে ঝাঁপ দেন যাত্রীরা। তবে এই দুর্ঘটনায় দু’জনের মৃত্য়ু হয়েছে। আর এক শিশু গুরুতর আহত। মেক্সিকো সিটির তেওতিয়াকান আর্কিওলজিক্যাল সাইটের কাছে এই ঘটনা ঘটেছে।
এপ্রিল মাসের প্রথম দিনেই সকালের দিকে তেওতিয়াকান আর্কিওলজিক্যাল সাইটের কাছে হট এয়ার বেলুনে হঠাৎ করে আগুন ধরে যায়। শনিবার স্থানীয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই হট এয়ার বেলুন দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসেনর তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, যাত্রীরা বেলুন থেকে ঝাঁপ দেন। এক শিশু অগ্নিদগ্ধ হয়েছে। তবে দু’জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। একজন ৩৯ বছর বয়সী এক মহিলা এবং অপর জন ৫০ বছর বয়সী এক ব্যক্তি। তাঁদের ১৩ বছরের মেয়ে রেজিনা এই ঘটনায় আহত হয়েছেন। সেকেন্ড ডিগ্রি বার্ন নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সে। তার মুখ ঝলসে গিয়েছে। হাতও ভেঙে গিয়েছে তার। এদিকে জানা গিয়েছে,এই বেলুন রাইডটি রেজিনা ও তার বাবার তরফে মায়ের জন্য জন্মদিনের সারপ্রাইজ ছিল। এই রাইডের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না মহিলা। তবে জন্মদিনের এই চমকপ্রদ উপহার পেতে গিয়ে মৃত্যু হল মহিলার।
Mexico ??
! Breaking news!??
Saturday, April 01, 2023, in the morning hours.
a hot air balloon catches fire and collapses in Teotihuacan, 2 people are reportedly dead.
The events occurred this morning in the vicinity of the Pyramid of the Sun and the area was cordoned off. pic.twitter.com/DlzJdv2oHH
— Lenar (@Lerpc75) April 1, 2023
এই ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, হট এয়ার বেলুনের কেরিয়ার দাউ দাউ করে জ্বলছে। ধোঁয়া বের হচ্ছে বেলুন থেকে। আর আশেপাশের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা সেই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করছেন। এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে দেওয়া হয়। প্রসঙ্গত, বেশকিছু ট্যুর অপারেটররা মেক্সিকো সিটির উত্তর-পূর্বে তেওতিয়াকান এলাকায় ৪৫ মাইল (৭০ কিলোমিটার) বেলুন ফ্লাইটে যাত্রা অফার করে থাকে। এর জন্য মোট খরচ হয় ১৫০ ডলার (১২,৪৫০ টাকা)।