আঙ্কারা: তুরস্কের পার্লামেন্ট ভবনের কাছে রবিবার সকালে বোমা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর গুলিচালনার ঘটনাও ঘটেছে সেখানে। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, কয়েক কিলোমিটার দূর থেকে তার শব্দ শোনা গিয়েছে। এই বিস্ফোরণের ঘটনা ধরা পড়েছে আঙ্কারার ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায়। যে ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
৩৪ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, আঙ্কারার পার্লামেন্ট এবং ইন্টেরিয়ন মিনিস্ট্রি সংলগ্ন রাস্তা। সেই রাস্তা বেশ শুনশান। একটি হলুদ গাড়ি সেই রাস্তা দিয়ে বেরিয়ে গেল। এর পরই একটি গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থামতেই সেখান থেকে নেমে এলেন দুই জঙ্গি। নেমেই গুলি চালাতে শুরু করলেন তাঁরা। গুলির শব্ধ শুনেই রাস্তার আশপাশে যে কয়েক জন দাঁড়িয়ে ছিলেন, তাঁরা দৌড়ে পালিয়ে গেলেন। তার পর এক জঙ্গি এক মন্ত্রকের গেটের সামনে দৌড়ে গেলেন। তখনই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটল। জ্বলে উঠল আগুন। এবং চারিদিক ধোঁয়ায় ভরে গেল।
এই ঘটনার পর তুরস্কের ইন্টেরিয়র মিনিস্টার জানিয়েছিলেন, দুই জঙ্গি গাড়িতে করে হামলা চালিয়েছে। এর মধ্যে আত্মঘাতী বিস্ফোরণে এক জঙ্গির মৃত্যু হয়েছে। অপর জঙ্গিকে নিরাপত্তারক্ষীরা নিকেশ করেছে। এই ঘটনায় দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
NEW: Ankara attack footage from this morning. #Turkey pic.twitter.com/CshYPAB64H
— Ragıp Soylu (@ragipsoylu) October 1, 2023
তুরস্ক প্রশাসন সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, জঙ্গিরা যে গাড়ি করে এসেছিল, সেই গাড়িটি হাইজ্যাক করে আনা হয়েছে। আঙ্কারা থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে কায়সেরি শহর থেকে গাড়িটি আনা হয়েছিল। গাড়ির চালককে খুন করে সেই গাড়ি করে আঙ্কারায় এসে এই হামলা চালানো হয়।
প্রসঙ্গত, গরমের ছুটির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবারই খোলার কথা ছিল তুরস্কের পার্লামেন্ট। তার কাছেই এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন সে দেশের প্রেসিডেন্ট তায়িপ এরদোগান। তিনি বলেছেন, “শান্তি এবং জনগণের নিরাপত্তাকে যারা বিঘ্নিত করতে চায় তাদের উদ্দেশ্য কখনও সফল হবে না।”
আঙ্কারা: তুরস্কের পার্লামেন্ট ভবনের কাছে রবিবার সকালে বোমা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর গুলিচালনার ঘটনাও ঘটেছে সেখানে। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, কয়েক কিলোমিটার দূর থেকে তার শব্দ শোনা গিয়েছে। এই বিস্ফোরণের ঘটনা ধরা পড়েছে আঙ্কারার ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায়। যে ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
৩৪ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, আঙ্কারার পার্লামেন্ট এবং ইন্টেরিয়ন মিনিস্ট্রি সংলগ্ন রাস্তা। সেই রাস্তা বেশ শুনশান। একটি হলুদ গাড়ি সেই রাস্তা দিয়ে বেরিয়ে গেল। এর পরই একটি গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থামতেই সেখান থেকে নেমে এলেন দুই জঙ্গি। নেমেই গুলি চালাতে শুরু করলেন তাঁরা। গুলির শব্ধ শুনেই রাস্তার আশপাশে যে কয়েক জন দাঁড়িয়ে ছিলেন, তাঁরা দৌড়ে পালিয়ে গেলেন। তার পর এক জঙ্গি এক মন্ত্রকের গেটের সামনে দৌড়ে গেলেন। তখনই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটল। জ্বলে উঠল আগুন। এবং চারিদিক ধোঁয়ায় ভরে গেল।
এই ঘটনার পর তুরস্কের ইন্টেরিয়র মিনিস্টার জানিয়েছিলেন, দুই জঙ্গি গাড়িতে করে হামলা চালিয়েছে। এর মধ্যে আত্মঘাতী বিস্ফোরণে এক জঙ্গির মৃত্যু হয়েছে। অপর জঙ্গিকে নিরাপত্তারক্ষীরা নিকেশ করেছে। এই ঘটনায় দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
NEW: Ankara attack footage from this morning. #Turkey pic.twitter.com/CshYPAB64H
— Ragıp Soylu (@ragipsoylu) October 1, 2023
তুরস্ক প্রশাসন সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, জঙ্গিরা যে গাড়ি করে এসেছিল, সেই গাড়িটি হাইজ্যাক করে আনা হয়েছে। আঙ্কারা থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে কায়সেরি শহর থেকে গাড়িটি আনা হয়েছিল। গাড়ির চালককে খুন করে সেই গাড়ি করে আঙ্কারায় এসে এই হামলা চালানো হয়।
প্রসঙ্গত, গরমের ছুটির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবারই খোলার কথা ছিল তুরস্কের পার্লামেন্ট। তার কাছেই এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন সে দেশের প্রেসিডেন্ট তায়িপ এরদোগান। তিনি বলেছেন, “শান্তি এবং জনগণের নিরাপত্তাকে যারা বিঘ্নিত করতে চায় তাদের উদ্দেশ্য কখনও সফল হবে না।”