ইসলামাবাদ: দেশে আজাদি মিছিলের ডাক দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী, আর সেই মিছিল ঘিরেই অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হল প্রতিবেশী দেশে। বর্তমান সরকারের বিরোধিতা করে বুধবার পাকিস্তানজুড়ে এই মিছিল করার ডাক দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদের সভায় যোগ দেওয়ার কথা ছিল খোদ ইমরানের। কিন্তু তার আগেই তাঁর দল তেহরিক-ই-ইনসাফের সমর্থকেরাই দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির আগুন ছড়ালেন। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর, খাইবার পাখুনখাওয়া সহ একাধিক জায়গায় এই মিছিলকে কেন্দ্র করে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। বাধ্য় হয়ে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। একাধিক সমর্থক আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
ইসলামাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের সমর্থকেরা মিছিল চলাকালীন শহরের বিভিন্ন প্রান্তের গাছে আগুন ধরিয়ে দেয়। পুড়িয়ে দেওয়া হয় একাধিক গাড়িও। শহরের ব্লু এলাকায় এই কাণ্ড ঘটিয়েছে ইমরানের সমর্থকেরা। আগুন নেভাতে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এক্সপ্রেস চকের গাছগুলিতে আগুন লাগিয়ে দেওয়ার পর থেকে ওই এলাকাতেও কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে।
For years Pakistan pushed terrorists into Kashmir and killed innocent Kashmiris, burned schools, destroyed public property for chaos, killings and violence.
This is Islamabad, Pakistan today. Imran Khan’s PTI supporters destroying public property and rioting. pic.twitter.com/4rZvVSCmz3
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) May 25, 2022
ইসলামাবাদ পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, রেড জ়োনে কেউ প্রবেশ করতে পারবেন না। যদি কেউ জোর করে প্রবেশ করেন, তাদের শক্তির সঙ্গে প্রতিহত করা হবে। বিক্ষোভকারীদের শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। দয়া করে কেউ পাথর ছুঁড়ে সম্পত্তি নষ্ট করবেন না।
এদিকে, ইমরান খানকেও ইসলামাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে একটি জায়গায় আটকে দেওয়া হয় বেশ কিছুক্ষণের জন্য। পাল্টা তিনি টুইট করে লেখেন, “আমরা পঞ্জাবে প্রবেশ করেছি। ইনশাহ আল্লাহ আমরা ইসলামাবাদের দিকেও এগোবো। এই বিদেশি সরকারের কোনও রকম জারিজুরি আমাদের মিছিল রুখতে পারবে না।”
Would urge everyone to carry the Pakistan flag with them. This is a defining moment today for the Haqiqi Azaadi of Pakistan.#حقیقی_آزادی_مارچ pic.twitter.com/RXUPKFyYgQ
— Imran Khan (@ImranKhanPTI) May 25, 2022
প্রাক্তন প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ অবধি শাহবাজ শরিফের সরকার পরবর্তী সরকার নির্বাচনের দিন ঘোষণা করবে না, ততক্ষণ তাঁর দলের সমর্থকরাও ডি-চক ছেড়ে কোথাও যাবে না।