Iran Protest: বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান, বলছে ‘মোল্লা মাস্ট গো’, ৭ জনের প্রাণ যেতেই ট্রাম্প দিলেন হুমকি

Anti-Khamenei Protests: সবথেকে ভয়ঙ্কর বিক্ষোভ হয়েছে আজ়নায়। তেহরান থেকে ৩০০ কিলোমিটার দূরে এই শহরের রাস্তাঘাটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, চলছে গুলি। এইসব দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যে তারা যদি শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের উপরে শক্তি প্রয়োগ করে, তাহলে আমেরিকাও প্রস্তুত আছে।  

Iran Protest: বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান, বলছে মোল্লা মাস্ট গো, ৭ জনের প্রাণ যেতেই ট্রাম্প দিলেন হুমকি
ইরানে বিক্ষোভ।Image Credit source: PTI

|

Jan 02, 2026 | 6:15 PM

ইরান: বিক্ষোভ-আন্দোলনে ফুটছে  ইরান। সেখানে স্লোগান উঠেছে, ‘মোল্লা মাস্ট লিভ’। কে এই মোল্লা? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খোমেইনি। তার বিরুদ্ধেই প্রতিবাদে গর্জে উঠেছে সাধারণ মানুষ। রাস্তায় প্রতিবাদ মিছিল নেমেছে, তাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষও বেঁধেছে। আর এই রক্তক্ষয়ী সংঘর্ষেই প্রাণ গিয়েছে কমপক্ষে সাত জনের। আহত আরও অনেকে। ইরানের এই আন্দোলন দেখে চুপ থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে ইরানে এভাবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে আমেরিকা চুপ করে বসে থাকবে না। তাদের উদ্ধার করবে।

ইরানের অর্থনীতি ভাঙতে বসেছে,  বাড়ছে জীবনযাপনের খরচ। মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির চাপে প্রাণ ওষ্ঠাগত সাধারণ নাগরিকদের। ধৈর্য্যের বাঁধ ভাঙতেই ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে। রবিবার থেকে আন্দোলন শুরু হয়েছে। দোকানদাররা বনধ ডাকেন। তেহরানে খোমেইনি ক্ষমতা প্রয়োগ করে আন্দোলন নিয়ন্ত্রণে আনলেও, বাকি দেশে ক্রমে আন্দোলন বাড়ছে।

সবথেকে ভয়ঙ্কর বিক্ষোভ হয়েছে আজ়নায়। তেহরান থেকে ৩০০ কিলোমিটার দূরে এই শহরের রাস্তাঘাটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, চলছে গুলি। এইসব দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যে তারা যদি শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের উপরে শক্তি প্রয়োগ করে, তাহলে আমেরিকাও প্রস্তুত আছে।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ট্রাথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “যদি ইরান গুলি চালায় এবং নৃশংসভাবে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে, যা ওদের রীতি, তাহলে আমেরিকা তাদের উদ্ধার করতে আসবে। আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি।”