নয়াদিল্লি: হিন্দু রীতি অনুযায়ী নতুন গাড়ি বা বাড়ি কেনার পর তা ব্যবহারের আগে পুজো করা হয়। কেউ বাড়িতে পুরোহিত ডেকে তা করিয়ে নেন, অনেকে আবার মন্দিরে গিয়ে পুজো দেন। সম্প্রতি এ রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা নিয়েই মেতেছেন নেটিজেনরা।
ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, আফ্রিকান এক হিন্দু পুরোহিত নতুন গাড়ির পুজো করছেন। সংস্কৃত মন্ত্রোচ্চারণ করে পুজো করছেন তিনি। এমনকি স্পষ্টভাবে সংস্কৃত ভাষায় মন্ত্রোচ্চারণ রীতিমতো অবাক করেছে নেটিজেনদের। এক মিনিট দৈর্ঘ্যের এই ভিডিয়ো দেখে প্রচুর মন্তব্য করেছেন নেটিজেনরা।
.
Sanatani 🕉️ priest in Africa👇pic.twitter.com/ormR7LsIOWAn African priest chanting shlokas in Sanskrit.#JaiShreeRam #Hinduism
— OneHair Brother (एक़बाल भाई) (@OneHairBrother) December 7, 2023
আফ্রিকান পুরোহিতের পুজো দেখে মোহিত নেটিজেনরা। তাঁরা বিভিন্ন মন্তব্যও করেছেন। এক জন যেমন বলেছেন, “আফ্রিকান পুরোহিতের উচ্চারণ ভারতের শহরাঞ্চলের পুরোহিতের থেকে অনেক বেশি ভাল।” আর এক জন বলেছেন, “পুজোর বিভিন্ন মুদ্রাও তিনি নিখুঁত ভাবে করছেন।” অপর এক জনের মনে হয়েছে, “টুইটারে দেখা বিভিন্ন সেরা জিনিসের মধ্যে এটা অন্যতম।” অপর এক প্রবাসী ভারতীয় আবার নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, “দীর্ঘদিন ধরেই আমি লাগসে থাকি। এখানকার মন্দিরের পূজারি এক জন আফ্রিকান। প্রত্যেক পূর্ণিমায় এখানে সত্যনারায়ণের পুজো হয়। স্থানীয় বাসিন্দারাও সেই পুজো দেখতে আসেন। আমাদের এখানে সব পুজোই সাড়ম্বরে পালন করা হয়।” অপর এক জন আবার বলেছেন, “সংস্কৃত এমন একটি ভাষা, বিশ্বের যেখানে অন্য যে কোনও ভাষাভাষীর মানুষই উচ্চারণ করুন, তা শুনতে একই রকম লাগে।”
তবে আফ্রিকার কোথায় এই পুরোহিত থাকেন, তাঁর নাম কী? এ বিষয়ে কিছু জানা যায়নি।