VIDEO: আকাশ থেকে হচ্ছে নোট বৃষ্টি, ৮ কোটি টাকার ছড়াছড়ি মাটিতে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 26, 2023 | 4:57 PM

সেই দৃশ্য দেখে মনে হচ্ছে, যেন টাকার বৃষ্টি হচ্ছে। আকাশ থেকে টাকা উড়ে পড়ছে দেখে সাধারণ মানুষের মধ্যেও হুড়োহুড়ি পড়ে যায়। তাঁরাও সেই টাকা কুড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকেন। সম্প্রতি এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে চমকে উঠছেন নেটিজেনরা।

VIDEO: আকাশ থেকে হচ্ছে নোট বৃষ্টি, ৮ কোটি টাকার ছড়াছড়ি মাটিতে
হেলিকপ্টার থেকে টাকার বৃষ্টি
Image Credit source: Instagram

Follow Us

প্রাগ: আকাশে উড়ছে হেলিকপ্টার। সেই হেলিকপ্টার থেকে ঝুলছে বড় আকারের বাক্স। আকাশে হেলিকপ্টার বেশ কয়েক বার চক্কর দেওয়ার পরই খুলে গেল বাক্স। আর বাক্স থেকে বৃষ্টির মতো পড়তে শুরু করল টাকা। হাজার হাজার নোট হেলিকপ্টার থেকে পড়ে ছড়িয়ে যেতে লাগল। সেই দৃশ্য দেখে মনে হচ্ছে, যেন টাকার বৃষ্টি হচ্ছে। আকাশ থেকে টাকা উড়ে পড়ছে দেখে সাধারণ মানুষের মধ্যেও হুড়োহুড়ি পড়ে যায়। তাঁরাও সেই টাকা কুড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকেন। সম্প্রতি এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে চমকে উঠছেন নেটিজেনরা।

সম্প্রতি এই ঘটনা ঘটেছে চেক রিপাবলিকে। চেক রিপাবলিকের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং টিভি সঞ্চালক কামিল ব্রোটোশেক এই কাণ্ড ঘটিয়েছেন। চেক প্রজাতন্ত্রের লায়সা এবং লাবেম শহরের কাছ হেলিকপ্টারন নিয়ে উড়ছিলেন কামিল। সেখানেই তিনি হেলিকপ্টার থেকে টাকার বৃষ্টি ঘটিয়েছেন।

 

ওই চেক ইনফ্লুয়েন্সার সম্প্রতি একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। ‘ওয়ানম্যানশো: দ্য মুভি’র একটি কোড ক্র্যাক করতে প্রতিযোগিদের। কিন্তু কোনও প্রতিযোগীই সঠিক উত্তর দিয়ে পারেননি। তখন কমিল ঠিক করেন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার মূল্য ভাগ করে দেবেন। এর পর মেল পাঠিয়ে প্রতিযোগীদের ডেকে পাঠান তিনি। তার পর হেলিকপ্টারে করে টাকা ফেলেছেন। যা কুড়িয়েছে নীচে উপস্থিতরা। কামিলের পোস্ট থেকে জানা গিয়েছে, ১০ লক্ষ ডলার হেলিকপ্টারে করে ফেলেছেন তিনি। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি টাকারও বেশি। যদিও হেলিকপ্টার থেকে ফেলা টাকা তোলসার হুড়োহুড়িতে কেউ আহত হননি বলেও জানিয়েছেন তিনি।

Next Article