Video: শো চলাকালীন দাউ দাউ করে জ্বলে উঠল ড্রাগন! আতঙ্কে হুড়োহুড়ি দর্শকদের
Dragon Catches Fire: শো চলাকালীন দাউ দাউ করে জ্বলে উঠল ডিজনিল্যান্ডের ড্রাগন। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন দর্শকরা। প্রাণে বাঁচার আশায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন দর্শকরা। শোও শেষের আগে বন্ধ করে দেওয়া হয়।
ক্যালিফোর্নিয়া: শনিবার রাতে নাইট শো চলছিল ডিজনিল্যান্ডে। সেই সময়ই আচমকা দৈত্য়াকার একটি ড্রাগনের কাঠামোতে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ওই প্রপ। সেই সময় টম সোয়ার আইল্যান্ডে থিম পার্কের ‘ফ্যান্টাসমিক’ শো চলছিল। সেই সময় এই আগুল জ্বলে উঠতেই চাঞ্চল্য সৃষ্টি হয়। সেই জায়গা থেকে পালাতে হুড়োহুড়ি পড়ে যায়। দর্শকরা ওই এলাকা থেকে পালানোর চেষ্টা করে।
এই বিশালাকার ড্রাগনের কাঠামো জ্বলে পুড়ে যাওয়ার একাধিক ভিডিয়ো ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ৪৫ ফুট লম্বা ওই কাঠামো জ্বলছে দাউ দাউ করে। প্রথম মাথায় আগুন ধরে। তারপর ধীরে ধীরে সারা দেহে আগুন ছড়িয়ে পড়ে। এই অনভিপ্রেত ঘটনার জন্য শো শেষ হওয়ার আগেই থামিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত দর্শক ও শোয়ের সদস্যরাও ঘটনাস্থল থেকে কোনওভাবে পালিয়ে যায়।
Disneyland’s Fantasmic show got cancelled near the end. The dragon’s head caught on fire as everyone ran away through the nearest exits.#Fantasmic #Disneyland pic.twitter.com/m16H4BP3Qo
— Pablo Jet Silva (@PabloJetSilva_) April 23, 2023
এদিকে ওই ঘটনার সময় উপস্থিত দর্শকদের জন্য একটি ঘোষণাও করা হয়। বলা হয়, “অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে “ফ্যান্টাসিক!”-র এই পারফরম্যান্সটি চালানো সম্ভব হচ্ছে না। এর ফলে উদ্ভূত যে কোনও অসুবিধার জন্য আমরা দুঃখিত।” এদিকে খবর পেয়ে ডিজনিল্যান্ডে পৌঁছয় দমকল বাহিনী। সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে কোনও আহত হওয়ার খবর মেলেনি। আগুনের কারণে ক্ষয়ক্ষতির সম্বন্ধে এখনও বিস্তারিত জানা যায়নি। এদিকে ডিজনিল্যান্ডের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, “সমস্ত সদস্যদের টম সাওয়ার দ্বীপ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। ধোঁয়া ও বাতাসের কারণে, দ্বীপের নিকটবর্তী জায়গাগুলি থেকেও দর্শকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। কীভাবে এই আগুন লাগল তা জানতে তদন্ত চলছে।” উল্লেখ্য, ফ্যান্টাসিক একটি লাইভ ২৭ মিনিটের শো। ১৯৯২ সাল থেকে ফ্রন্টিয়ারল্যান্ডে এই শো চলে আসছে। এই শোতে আতশবাজি ও একটি রঙিন ওয়াটার শো রয়েছে এবং লাইভ অভিনেতা, পাইরোটেকনিক্স, লেজার, গান এবং আরও অনেক কিছু হয়ে থাকে এই শোয়ে।