ওয়াশিংটন: ভিসা নিয়ে চরম কড়াকড়ি। কঠোর পথে হাঁটছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইচ১বি ভিসা নিয়ে কড়াকড়ির কথা আগেই বলেছিলেন ট্রাম্প। ক্ষমতায় আসতেই সেই নিয়ম কার্যকর করতে চলেছেন। এবার তার সপক্ষে যুক্তিও দিলেন। ডোনাল্ড ট্রাম্প বললেন, “আমি চাই দক্ষ ব্যক্তিরা দেশে আসুক।”
হোয়াইট হাউসে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি দুই তরফেরই যুক্তিতর্ক পছন্দ করছি। কিন্তু আমি চাই দক্ষ ব্যক্তিরা দেশে আসুক, তার জন্য যদি প্রশিক্ষণ বা কম যোগ্যতার ব্যক্তিদের সাহায্য করতে হলেও হোক। আমি থামতে চাই না। আমি শুধু ইঞ্জিনিয়ারদের নিয়ে বলছি না। সব ক্ষেত্রের মানুষদের সম্পর্কেই বলছি।”
এইচ১ বি ভিসার মাধ্যমে অনাবাসীরা আমেরিকায় কাজের সুযোগ পায়। আগে বাইডেন জমানায় এইচ-১বি ভিসার নিয়মে কিছুটা শিথীলতা দেওয়া হলেও, ট্রাম্প আসতেই ভিসার নিয়মে কড়াকড়ি আনতে চলেছে। ইলন মাস্ক যেমন এইচ-১বি ভিসায় দক্ষ কর্মীদের আমেরিকায় আনার পক্ষে সওয়াল করেছেন, সেখানেই বহু ট্রাম্প সমর্থকই বলেছেন, এইচ-১বি ভিসায় রাশ না টানা হলে, আমেরিকানদের আরও চাকরি চলে যাবে।
এই বিষয়ে নতুন মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা চাই দক্ষ ব্যক্তিরা আসুক। এইচ-১বি সম্পর্কে আমি খুব ভালভাবে জানি। ওয়াইন এক্সপার্ট থেকে ভাল ওয়েটার- সেরা লোকজন এসেছে এই ভিসায়। ইঞ্জিনিয়ারদের প্রয়োজন রয়েছে। তাই দক্ষ ব্যক্তিদের দেশে আসা উচিত।”