Mamata in Dubai: ‘শিল্প ও কৃষি দুই বোন, উভয়ের মুখেই যেন হাসি থাকে’, দুবাইয়ে বাণিজ্য সম্মেলনে বললেন মমতা

Mamata Banerjee: শুক্রবার দুবাইয়ের বাণিজ্য সম্মেলনে সেখানকার শিল্পপতি ও উদ্যোগপতিদের বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বললেন, 'আমরা উন্নয়ন চাই। আমরা গরিব মানুষের উন্নয়ন চাই। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কৃষকদের মুখেও হাসি থাকে, শিল্পের মুখেও হাসি থাকে।'

Mamata in Dubai: শিল্প ও কৃষি দুই বোন, উভয়ের মুখেই যেন হাসি থাকে, দুবাইয়ে বাণিজ্য সম্মেলনে বললেন মমতা
দুবাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

| Edited By: Soumya Saha

Sep 22, 2023 | 10:08 PM

দুবাই: কাজী নজরুল ইসলাম লিখেছেন, ‘মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান…’। কৃষি আর শিল্পের মধ্যেও ঠিক তেমনই সম্পর্ক, দুবাইয়ে বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুবাইয়ের বাণিজ্য সম্মেলনে সেখানকার শিল্পপতি ও উদ্যোগপতিদের বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বললেন, ‘আমরা উন্নয়ন চাই। আমরা গরিব মানুষের উন্নয়ন চাই। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কৃষকদের মুখেও হাসি থাকে, শিল্পের মুখেও হাসি থাকে। শিল্প আর কৃষি দুই বোনের মতো। ঠিক যেমন হিন্দু আর মুসলিম দুই বোন, তেমনই। এটাই বাংলার সৌন্দর্য।’

বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে দুবাইকে ‘পার্টনার’ হিসেবে দেখতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংযুক্ত আরব আমিরশাহীর বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী হানি বিন আহমেদ আল জ়েউদিকে পাশে রেখে মমতা বললেন, ‘দুবাই গোটা বিশ্বের অন্যতম ফিউচারিস্টিক শহর। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর সংস্কৃতি ও অর্থনৈতিক বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর বাণিজ্যিক সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলার।’ দুবাইয়ে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা যেভাবে সেখানকার উন্নয়ন ও প্রগতির যজ্ঞে সামিল হয়েছে, সে কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

বাংলার সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর বাণিজ্যের পরিসংখ্যানও এদিন তুলে ধরেন মমতা। জানালেন, ২০২২-২৩ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে ১২ হাজার কোটি টাকারও বেশি (১.৪৯ বিলিয়ন মার্কিন ডলার) পণ্য রফতানি হয়েছে। বাংলা থেকে মূল্যবান ধাতুর গয়না, লোহা, স্টিল, চা, রেডিমেড পোশাক, পেট্রোলিয়ামজাত পণ্য, টেলিকম ক্ষেত্রের পণ্য সংযুক্ত আরব আমিরশাহীতে রফতানি হয় বলেও জানালেন মুখ্যমন্ত্রী। নভেম্বরে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য সেখানকার শিল্পপতি ও মন্ত্রীদেরও আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।