দুবাই: দুবাইয়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে এদিন এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন প্রবাসী ভারতীয়রা। গানের সুরে সুরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। ‘একলা চলো রে’, ‘আলোকের এই ঝর্ণা ধারায়’-এর মতো কিছু কালজয়ী বাংলা গান মুখ্যমন্ত্রীকে শোনান প্রবাসী ভারতীয়রা। গানের মাঝে মাঝে ‘আরবি’ ছোঁয়াও ছিল। মুখ্যমন্ত্রীও মুগ্ধ হয়ে সেই সব গান শোনেন। ‘আলোকের এই ঝর্ণা ধারায়’ গানের সঙ্গে সঙ্গে আসনে বসেই গুনগুন করে গান করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
মুখ্যমন্ত্রীর সঙ্গীতচর্চার কথা ও গানের প্রতি ভালবাসার কথা আজকের দিনে কারও অজানা নয়। পুজোর আগে মুখ্যমন্ত্রীর লেখা গানের অ্যালবামও প্রকাশ পায়। এবারও দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীর একটি গানের অ্যালবাম প্রকাশ পাওয়ার কথা রয়েছে। এদিন প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতার সময় মুখ্যমন্ত্রী নিজেও গান গাইলেন। ‘প্রাণ ভরিয়ে, দিশা হরিয়ে’ গেয়ে শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রবাসীরা কেউ কোথাও বিপদে পড়লে পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন মুখ্যমন্ত্রী। প্রবাসীদের উদ্দেশে মমতা জানালেন, ‘যদি আপনারা ফিরে আসতে চান, ফিরে আসুন। আমাদের শিল্পের উন্নতি হচ্ছে। সবকিছু তৈরি রয়েছে। গত ১১ বছরে অনেক পরিবর্তন করা হয়েছে। ৪০টি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। ৪৬টির বেশি মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। ৪০টি নতুন মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। স্কুল-মাদ্রাসা সব রয়েছে।’
মুখ্যমন্ত্রী বললেন, ‘আপানারা যেখানেই থাকুন না কেন, ভুলবেন না আমরা আপনাদের কথা সবসময়ই মনে রাখি। আপনারা আমাদের হৃদয়ে থাকেন।’ কথা বলতে বলতে জাস্টিন টিম্বারলেকের ‘ফাইভ হান্ড্রেড মাইলস’ গানের কথাও স্মরণ করালেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রবাসী ভারতীয়দের অভ্যর্থনায় অভিভূত। বললেন, ‘আপনারা আসায় আমি অভিভূত। কেউ কেউ আবুধাবি থেকেও এসেছেন। সুযোগ হলে আবার আসব। বার বার আসব। এখানে ৮০ শতাংশ মানুষ ভারতীয়। আমি আপনাদের প্রত্যেককে ভালবাসি। যদি আপনাদের কোনও সমস্যা হয়, আমাদের অবশ্যই জানাবেন। আমরা একটি অ্যাপ চালু করছি, আপন বাংলা। পুজোর সময়েই এটা শুরু হয়ে যাবে। আপনাদের যদি কোনও সমস্যা থাকে, আমাদের জানাবেন। আমরা আপনাদের সঙ্গে একটা স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে চাই।’