জেনেভা : বছর দুয়েক আগে আচমকা হানা দেয় নতুন ভাইরাস। ভালোভাবে বুঝে ওটার আগেই মহামারি থেকে অতিমারির আকার নেয় সেটি। সেই ভাইরাসকে বিশ্লেষণ করে চিকিৎসা পদ্ধতি, ওষুধ বা টিকা নিয়ে গবেষণা চলে রীতিমতো। পরীক্ষা নিরীক্ষা জারি আছে এখনও। তাই কোন ওষুধ কাজ করবে, কোনটা বাদ দিতে হবে, তা নিয়ে নির্দেশিকা বদলাচ্ছে বারবার। আইভারমেকটিন ওষুধ প্রাথমিকভাবে করোনা আক্রান্তদের দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। এবার প্লাজমা থেরাপি বাদ দেওয়া কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কোভিড চিকিত্সায় প্লাজমার ব্যবহার করা যাবে না। নতুন নির্দেশিকায় এমনটাই জানানো হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়ালে প্লাজমার ব্যবহার করার কথা বলা হয়েছে। কোভিডে প্লাজমার ব্যবহার অবশ্য আগেই বাদ পড়ে দেশে। মে মাসেই প্লাজমাকে বাদ দেয় আইসিএমআর।
সম্প্রতি একটি ব্রিটিশ পত্রিকায় এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, প্লাজমা থেরাপি করালে যে কোভিড আক্রান্তের ভেন্টিলেশনের প্রয়োজন পড়বে না এমনটা নয়। পাশাপাশি এই চিকিৎসা পদ্ধতি অপেক্ষাকৃত দামি ও সময় সাপেক্ষ বলেও উল্লেখ করা হয়েছে। বিশেষত যাঁদের উপসর্গ তেমন ভয়ঙ্কর নয়, তাঁদের ক্ষেত্রে একেবারেই প্লাজমা থেরাপি ব্যবহার না করার কথা বলা হয়েছে।
সাধারণত যাঁরা করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন, এমন কারও প্লাজমা নিয়েই করোনা রোগীর চিকিৎসা করা হয়। প্লাজমায় থাকা অ্যান্টিবডি করোনা চিকিৎসায় সাহায্য় করে বলে জানা গিয়েছে। অতিমারির শুরুর দিকে বিশ্বের বহু দেশ এই পদ্ধতিতে চিকিৎসা করেছে। তবে বর্তমানে সেই পদ্ধতি ব্যবহারের প্রয়োজন নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ১৬ হাজার ২৩৬ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশেষ গবেষণা চালিয়েছে হু। তারপরই এই নির্দেশিকা সামনে আনা হয়েছে।
১. কোভিড চিকিত্সায় প্লাজমা ব্যবহার নয়।
২. শুধু ক্লিনিক্যাল ট্রায়ালেই প্লাজমা ব্যবহার করা যাবে।
৩. মনোক্লোনাল অ্যান্টিবডি কাসিরিভিম্যাব-ইমডেভিম্যাবে শর্তসাপেক্ষে সায় দিয়েছে হু।
৪. টসিলিজুম্যাব বা সারিলুম্যাবের ব্যবহারের পক্ষে রায় দেওয়া হয়েছে।
৫. আইভারমেকটিন ব্যবহার নয়, শুধু ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যবহার করা হবে এই ওষুধ।
৬. হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার না করার কথা বলা হয়েছে।
৭. লোপিনাভির বা রিটোনাভির ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
৮. বহুচর্চিত রেমডেসিভির ব্যবহার না করার কথা বলা হয়েছে।
৯. কর্টিকোস্টেরয়েডের পক্ষে রায় দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাইটোকাইন স্টর্ম ঠেকাতে সাহায্য করবে বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন : Antony Fauci on Omicron: ‘ডেল্টার থেকে বেশি ভয়ঙ্কর নয় ওমিক্রন’, আশ্বাসবাণী আমেরিকার বিখ্যাত বিজ্ঞানীর