Pakistan Army: Pakistan Army: অশান্তির আবহে মুনীরকে সরিয়ে হতে পারেন পাকিস্তানের নয়া সেনাপ্রধান, কে এই শামশাদ মির্জা?

ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার অভিযোগ উঠেছে আসিম মুনীর বিরুদ্ধে। সূত্রের খবর, তাঁকে সরিয়ে পাক সেনাপ্রধান হিসেবে সাহির শামশাদ মির্জা (Sahir Shamshad Mirza)-কে দায়িত্ব দেওয়া হতে পারে।

Pakistan Army: Pakistan Army: অশান্তির আবহে মুনীরকে সরিয়ে হতে পারেন পাকিস্তানের নয়া সেনাপ্রধান, কে এই শামশাদ মির্জা?

May 09, 2025 | 7:46 PM

ইসলামাবাদ: সদ্য পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুরে’ একেবারে তছনছ পাকিস্তানের একাধিক জায়গা। এমনকী বৃহস্পতিবার সন্ধ্যায় করাচি, লাহোরের মতো শহরেও আঘাত হেনেছে ভারতীয় সেনা। আর তাতেই রাতের ঘুম উড়ে গিয়েছে পাকিস্তানের। শুধু তাই নয়, যুদ্ধের মাঝেই পাক সেনায় ‘বিদ্রোহে’র খবর সামনে এসেছে। রিপোর্ট বলছে, পাকসেনা প্রধান আসিম মুনীরকে সরানো হয়ে থাকতে পারে।

ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার অভিযোগ উঠেছে আসিম মুনীর বিরুদ্ধে। সূত্রের খবর, তাঁকে সরিয়ে পাক সেনাপ্রধান হিসেবে সাহির শামশাদ মির্জা (Sahir Shamshad Mirza)-কে দায়িত্ব দেওয়া হতে পারে। কে এই নয়া সেনাপ্রধান? যুদ্ধ পরিস্থিতির মাঝেই কেন তাঁর উপরেই ভরসা রাখল পাক সরকার?

শোনা যাচ্ছে, সাহির শামশাদ মির্জা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের খুবই ঘনিষ্ঠ। জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির (CJCSC) চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন তিনি। দীর্ঘ সময় ধরেই জল্পনা ছিল যে তিনি পাকিস্তান সেনার দায়িত্ব নিতে পারেন। কিন্তু তা হয়নি। আসিম মুনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। অন্যদিকে পাক প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ এই সেনা আধিকারিক ডায়রেক্টর জেনারেল মিলিট্রি অপারেশন পদেও কাজ করেছেন।

পাকিস্তানের ভূমিপুত্র শামশাদ মির্জা। রিপোর্ট বলছে, ছোটবেলায় বাবা-মা কে হারান তিনি। দীর্ঘ সময় সিন্ধু রেজিমেন্টের দায়িত্ব পালন করেছেন মির্জা। শাহবাজের সঙ্গে তাঁর একটা আলাদা সম্পর্ক রয়েছে। দায়িত্ব পেলে ভারতের তীব্র আক্রমণ থেকে কি ইসলামাবাদকে বাঁচাতে পারবেন তিনি?