Covid Alert: করোনার বাড়বাড়ন্ত নিয়ে সতর্কবার্তা দিল WHO, কী বলছেন বিশেষজ্ঞরা?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 24, 2023 | 9:46 PM

Covid update: প্রতিটি হাসপাতালে করোনা রোগীর ভিড় বেড়েছে। মৃত্যুর ঘটনাও ঘটছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে সংক্রমণ বেড়েছে ভারতেও। বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩,৭৪২। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন। কেরল ছাড়াও কর্নাটক, মহারাষ্ট্র, তেলঙ্গানার মতো দক্ষিণী রাজ্যগুলির পাশাপাশি গুজরাট ও দিল্লিতেও আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

Covid Alert: করোনার বাড়বাড়ন্ত নিয়ে সতর্কবার্তা দিল WHO, কী বলছেন বিশেষজ্ঞরা?
প্রতীকী ছবি।

Follow Us

জেনেভা: শীত পড়তে না পড়তে চোখ রাঙাতে শুরু করেছে কোভিড। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতেও দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভাইরাসের নয়া প্রজাতি JN.1। ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ভয়াবহ আকার নিয়েছে JN.1 সংক্রমণ। এবার করোনা ভাইরাসের এই প্রজাতির সংক্রমণ নিয়ে সতকর্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

করোনা ভাইরাসের নয়া প্রজাতির সংক্রমণের হাত থেকে বাঁচতে পুনরায় কোভিড-বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. পুনম ক্ষেত্রপাল সিং জানাচ্ছেন, “কোভিড-১৯ ভাইরাসের পরিবর্তিত রূপে গোটা বিশ্বে সঞ্চালন অব্যাহত রয়েছে। যদিও বর্তমান সংক্রমণের ঘটনাগুলি থেকে স্পষ্ট, JN.1-এর সংক্রমণে শারীরিক ঝুঁকি কম। তবে এই ভাইরাস ক্রমাগত বিবর্তিত হবে। তাই নজরদারি এবং করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তিনি। করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যার নিয়মিত পরিসংখ্যানে নজর দেওয়ারও পরামর্শ দিয়েছেন ডা. ক্ষেত্রপাল।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ফের সংক্রমণ ছড়াচ্ছে করোনার নয়া প্রজাতি JN.1। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে তো সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। প্রতিটি হাসপাতালে করোনা রোগীর ভিড় বেড়েছে। মৃত্যুর ঘটনাও ঘটছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে সংক্রমণ বেড়েছে ভারতেও। বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩,৭৪২। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন। কেরল ছাড়াও কর্নাটক, মহারাষ্ট্র, তেলঙ্গানার মতো দক্ষিণী রাজ্যগুলির পাশাপাশি গুজরাট ও দিল্লিতেও আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। যদিও দ্রুত সংক্রমণ ছড়ালেও এটা গুরুতর নয় বলে আশ্বাস দিয়েছে এইমস। তবে পুনরায় কোভিড-বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Next Article