Explained: কে হবেন বাংলাদেশে ইউনূসের উত্তরাধিকারী?

Yunus in Bangladesh: সরাসরি পদত্যাগের কথা না উঠলেও ঘুরপথে ইউনূসকে সরাতে উদ্য়োগী হয়েছে প্রত্যেকেই। যেমন, সম্প্রতি সেদেশের সেনাপ্রধানের ওয়াকার-উজ-জামানের করা মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Explained: কে হবেন বাংলাদেশে ইউনূসের উত্তরাধিকারী?
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Graphics

|

May 25, 2025 | 5:12 PM

ঢাকা: ইউনূসের পর কে? বাংলাদেশের অলিতেগলিতে আপাতত ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্নটাই। এক কথায় বলা যেতে পারে, পড়শি দেশের রাজনীতি আবার শুরু হয়েছে একটা রগরগে ক্ষমতার নাটক। হাসিনার দেশছাড়ার প্রায় ১ বছরের আগেই নতুন সংকটে বাংলাদেশ। সংকট ক্ষমতার। সংকট নির্বাচনের। সংকট সরকার বনাম সেনার। নাটকের শুরু এই নাটকের সূচনা বৃহস্পতিবার সন্ধেয় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের হাত ধরে হলেও, এর কাহিনী লেখা হয়েছে কয়েক মাস ধরে। সেনা চাপ, রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক চাপ। ইউনূসকে সরকারের মাথায় যারা বসিয়েছে, তারাই এখন নামানোর জন্য ব্যবস্থা করছে। তিন পটে আঁকা ইউনূসের পদত্যাগ পটচিত্র প্রথম দৃশ্য,...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন