১২ দিনে পাঁচ-পাঁচবার কেঁপে উঠল পাকিস্তানের মাটি, স্বাভাবিক ঘটনা নাকি…!

Pakistan: ভারত-পাকিস্তানের সংঘর্ষের পরিস্থিতির মাঝেই বারবার কম্পন অনুভূত হচ্ছে। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। তৈরি হয়েছে নানা জল্পনা।

১২ দিনে পাঁচ-পাঁচবার কেঁপে উঠল পাকিস্তানের মাটি, স্বাভাবিক ঘটনা নাকি...!
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

May 13, 2025 | 9:46 PM

নয়া দিল্লি: সোমবার পাকিস্তানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। এনসিএস-এর রিপোর্ট অনুসারে, রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৪.৬। সোমবার দুপুর ১টা ২৬ মিনিটে কেঁপে ওঠে পাকিস্তানের মাটি। গত কয়েকদিনের মধ্যে এটি পাকিস্তানের পঞ্চম ভূমিকম্প। আর এই কম্পন নতুন উদ্বেগ তৈরি করেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছে, পাকিস্তানের মাটিতে কোনও পারমাণবিক অস্ত্র পরীক্ষা হচ্ছে না তো?

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএস-এর তথ্য অনুযায়ী, সোমবার ১২ মে ভূমিকম্পটি বালোচিস্তানের একটি প্রত্যন্ত অঞ্চলে অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। কোনও বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি।

এর আগে গত ১০ মে রাত ১টা ৪৪ মিনিটে আফগানিস্তান সীমান্তের কাছে বালোচিস্তানে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন সকালে ৫.৭ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানেই। তার আগে গত ৫ মে খাইবার পাখতুনখোয়ার চিত্রাল জেলার কাছে ১০ কিলোমিটার গভীরে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। গত ৩০ এপ্রিল রাত ৯টা ৫৮ মিনিটে ৫০ কিলোমিটার গভীরে ৪.৪ মাত্রার কম্পন অনুভব করে পাকিস্তানবাসী।

ভারত-পাকিস্তানের সংঘর্ষের পরিস্থিতির মাঝেই বারবার কম্পন অনুভূত হচ্ছে। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। তৈরি হয়েছে নানা জল্পনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন, পারমাণবিক পরীক্ষা নয় তো? তবে পাকিস্তানের তরফে এই ভূমিকম্প নিয়ে আলাদা করে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, পাকিস্তান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে একটি। এটি ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত। বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মতো অঞ্চলগুলিতে বিশেষভাবে ঝুঁকি রয়েছে।