Explain: পাকিস্তানকে কেন টাকা দিল IMF?
আইএমএফ-এর নিয়ম অনুসারে, ভোটাভুটির মাধ্যমে ঠিক করা হয় কেউ ফান্ড পাবে কিনা। তবে এখানে বিপক্ষে ভোটদান করা যায় না। হয় পক্ষে ভোট দিতে হয় না হলে ভোটদানে বিরত থাকতে হয়। তাই বিরোধীরতা করে ভোট দান থেকে বিরত থাকে ভারত। এর পরেই অনুমোদন দেওয়া হয়।

ভারত-পাক যুদ্ধ আবহে খানিকটা হলেও অর্থকষ্ট কমেছে পাকিস্তানের। আন্তর্জাতিক অর্থভান্ডার বা ইন্টারন্যাশানাল মানিটরি ফান্ড ওরফে আইএমএফ পাকিস্তানকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে। ভারতীয় মুদ্রায় যার অঙ্কটা হয় প্রায় ৮ হাজার কোটি টাকা। শুক্রবার, আইএমএফ বোর্ডের এই বৈঠকে বারবার পাকিস্তানকে অর্থ সাহায্য করার বিরোধিতা করে ভারত। বিরোধিতায় ভারত এও জানায় যে এর আগে ঋণের টাকা ব্যবহারের ক্ষেত্র পাকিস্তানের ‘খারাপ ট্র্যাক রেকর্ড’ রয়েছে। ওয়াশিংটনের ওই বৈঠকে ভারত জানিয়েছিল যে ঋণের শর্ত মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। আইএমএফ-এর কাছে এর আগেও দীর্ঘ দিন ঋণ নিয়েছে পাকিস্তান। কিন্তু তা ব্যবহারের শর্ত মানেনি। ওই টাকা সীমান্তে সন্ত্রাস ছড়াতে ব্যবহার করেছে পাকিস্তান। ২৮ বছর ধরে পাকিস্তান...





