
ভারত মহাসাগরের কাছের একটা ছোট্ট জায়গা, নাম কোয়ালে কাউন্টি। আর এখানেই প্রায় ৩৯০ একর জায়গা জুড়ে অবস্থিত মৃমা পাহাড়। দেখতে সাধারণ জঙ্গলের মতো হলেও এই এলাকার উপর এখন নজর গোটা বিশ্বের। তাবড় তাবড় রাষ্ট্রনায়করা ভাবছেন কীভাবে হাতে আনবেন এই এলাকাকে! তবে কী এমন হল যে এতদিন লোকচক্ষুর অন্তরালে থাকা সামান্য এক পাহাড় হয়ে উঠল মহামূল্যবান? কেনিয়ার কোস্ট প্রদেশে মোম্বাসার কাছে ঘন অরণ্যে পরিবেষ্টিত একটা পাহাড়। আশপাশে কিছু জনবসতির বাস, তবে আধুনিক প্রযুক্তি এখনও পৌঁছয়নি এই এলাকায়। তবে এই পাহাড় ও বনানীই এখন চিন-আমেরিকার প্রবল আগ্রহের জায়গা। ক্রমবর্ধমান স্থানীয় উত্তেজনার কারণও এই প্রকৃতিই, কিন্তু কেন? কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই সম্পদ কুক্ষিগত করার জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা বর্তমানে তীব্রতর কেনিয়ার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়টির নাম মৃমা। বিজ্ঞানীদের দাবি, ছিমছাম মৃমার ঘন জঙ্গলের ঠিক তলায় লুকিয়ে রয়েছে বিরল খনিজ...