
ওয়াশিংটন: চরমে ট্রাম্প-মাস্কের বিবাদ। এবার নিজের রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন ইলন মাস্ক? শোনা যাচ্ছে, মার্কিন ধনকুবের দ্য আমেরিকা পার্টি নামে নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন।
বৃহস্পতিবার থেকে বিবাদ শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট-টেসলা কর্তার। দুজন দুজনের বিরুদ্ধে বোমা ফাটাতে থাকেন। দিন কয়েক আগেই মার্কিন প্রেসিডেন্টের জনকল্যাণ বিলকে ‘অত্যন্ত খারাপ পদক্ষেপ’ বলেছিলেন ইলন মাস্ক। এরপর তিনি নিজের প্রশাসনিক পদ ছেড়ে দেন। ট্রাম্প তাঁর এই আচরণকে ‘হতাশাজনক’ বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন, ইলন মাস্কের কোম্পানিগুলি যে পরিমাণ অর্থের সরকারি সাহায্য পায়, তা অনেক আগেই বন্ধ করে দেওয়া উচিত ছিল। অন্যদিকে, টেসলা কর্তার দাবি, জেফারি এপস্টেইন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম আছে। সেই কারণে এই ফাইল জনগণের সামনে আনা হচ্ছে না।
এই সব বিবাদের মাঝেই ইলন মাস্ক নিজস্ব সোশ্যাল সাইট এক্স হ্যান্ডেলে পোল তৈরি করেন যে তাঁর আলাদা পার্টি তৈরি করা উচিত নাকি। তাতে ৮০ শতাংশই সম্মতি জানায়। এরপরই তিনি পোস্ট করেন, “জনতা রায় দিয়েছে। আমেরিকায় নতুন পার্টির প্রয়োজন রয়েছে যা ৮০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করবে। আর ঠিক ৮০ শতাংশ মানুষই সম্মতি জানিয়েছে।”
তবে আদৌ মাস্ক নিজের রাজনৈতিক দল তৈরি করবে কি না, তা নিয়ে জল্পনা রয়েই গিয়েছে। এই নিয়ে ইলন মাস্ক নিজে কোনও মন্তব্য জানাননি।