Sunita Williams: আটদিনের বদলে ন’মাস, সুনীতারা কি ‘ওভারটাইম’ পাবেন? কত টাকা অতিরিক্ত পান NASA-র মহাকাশচারীরা
Sunita Williams: থাকা, খাওয়া ও যাতায়াতের জন্য নাসা-র তরফে টাকা দেওয়া হয়। এছাড়া একটি বিশেষ পেমেন্ট করা হয়, যাকে বলে 'ইনসিডেন্টাল' (incidentals)।

ওয়াশিংটন: প্রায় ৯ মাস মহাকাশে কাটিয়ে সদ্য় পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। আন্তর্জাতির স্পেস স্টেশনে আটদিন কাটানোর জন্য গিয়েছিলেন তাঁরা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাঁরা নির্ধারিত সময়ে ফিরতে পারেননি। বারবার আটকে যায় অভিযান। অবশেষে নাসা ও স্পেস এক্স বিশেষ অভিযানে ফিরিয়ে এনেছে তাঁদের। প্রশ্ন উঠেছে, অতিরিক্ত সময় আটকে থাকার জন্য় কি অতিরিক্ত টাকা পাবেন সুনীতারা?
২৭৮ দিন মহাকাশে কাটিয়েছেন তাঁরা। তবে জানা যাচ্ছে, নাসার মহাকাশবিজ্ঞানী বা মহাকাশচারীরা সরকারি চাকরির নিয়মে বেতন পান। কোনও অতিরিক্ত টাকা পান না তাঁরা। সপ্তাহান্তে কাজ করলে, ছুটির দিনে কাজ করলে বা মহাকাশ অভিযানে গেলে কোনও অতিরিক্ত টাকা দেওয়া হয় না।
তবে থাকা, খাওয়া ও যাতায়াতের জন্য নাসা-র তরফে টাকা দেওয়া হয়। এছাড়া একটি বিশেষ পেমেন্ট করা হয়, যাকে বলে ‘ইনসিডেন্টাল’ (incidentals)। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, সুনীতাদের কোনও অতিরিক্ত টাকা দেওয়া হবে কি না। সে কথা শুনে তিনি বলেন, “এটা আমাকে আগে কেউ কখনও বলেনি। আমাকে যদি বলা হয়, আমি নিজের পকেট থেকেও দিতে পারি।” এরপর ‘ইনসিডেন্টাল’-এর টাকা সম্পর্কে তাঁকে অবগত করা হলে ট্রাম্প বলেন, ‘এটুকুই সব? ওঁরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, তাতে এটা কিছুই নয়।’
কত ‘ইনসিডেন্টাল’ পাবেন সুনীতারা?
জানা গিয়েছে, ২৮৬ দিন মহাকাশে কাটিয়েছেন সুনীতা ও বুচ। তাঁরা প্রত্য়েকে ইনসিডেন্টাল হিসেবে ১৪৩০ ডলার পাবেন, ভারতীয় মুদ্রায় যা ১ লাখ ২২ হাজার ৯৮০ টাকা। নাসার এই মহাকাশচারীদের বেতন ৯৪,৯৯৮ ডলার থেকে ১২৩,১৫২ ডলারের মধ্যে। ভারতীয় মুদ্রায় বেতন ৮১,৬৯,৮৬১ টাকা থেকে ১,০৫,৯১,১১৫-এর মধ্যে।





