US President Donald Trump: নোবেলটা পেয়েই গেলেন নাকি ট্রাম্প? হোয়াইট হাউস লিখল ‘শান্তির প্রেসিডেন্ট’
Nobel Peace Prize: ভারত-পাকিস্তানের সংঘাত থামানো থেকে শুরু করে গোটা বিশ্বে মোট ৭টি সংঘাত থামিয়েছেন বলেই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ঢাক নিজেই পিটিয়ে বলেছেন যে তাঁকে নোবেল পুরস্কার দেওয়া উচিত।

ওয়াশিংটন: নোবেল পুরস্কারটা পেয়েই ছাড়বেন ট্রাম্প (Donald Trump)! গাজা শান্তি চুক্তিতে মধ্যস্থতা করছেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়েছেন, আগামী সোমবারই হামাস পণবন্দিদের ছাড়তে পারে। যুদ্ধ থামানোর এই প্রচেষ্টার পিছনে ট্রাম্পের ব্যক্তিগত উদ্দেশ্যও রয়েছে। তিনি চান, নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক। একের পর এক যুদ্ধ থামিয়েছেন, তাই তাঁর নোবেল পুরস্কার প্রাপ্য। এবার হোয়াইট হাউসের তরফেও পোস্ট শেয়ার করা হল ‘দ্য পিস প্রেসিডেন্ট’ লিখে। শুক্রবারই নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। তার আগে হোয়াইট হাউসের এই পোস্ট যথেষ্ট ইঙ্গিতবাহী।
ভারত-পাকিস্তানের সংঘাত থামানো থেকে শুরু করে গোটা বিশ্বে মোট ৭টি সংঘাত থামিয়েছেন বলেই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ঢাক নিজেই পিটিয়ে বলেছেন যে তাঁকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। তিনি এ কথাও বলেছেন যে নরওয়ের নোবেল কমিটিকে কোনও কারণ খুঁজে বের করতে হবে তাঁকে এই স্বীকৃতি না দেওয়ার জন্য। তাঁর দৃঢ় বিশ্বাস, নোবেল পুরস্কার তাঁর প্রাপ্য। পাকিস্তান সহ একাধিক দেশ ট্রাম্পকে মনোনীতও করেছে নোবেল শান্তি পুরস্কারের জন্য।
THE PEACE PRESIDENT. pic.twitter.com/bq3nMvuiSd
— The White House (@WhiteHouse) October 9, 2025
হোয়াইট হাউসের পোস্টের ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে ইজরায়েল ও হামাস গাজায় প্রথম দফার সংঘর্ষবিরতির জন্য রাজি হয়েছে। মিশরে যেতে পারেন ট্রাম্প নিজেও। এরপরেই এক সাংবাদিক প্রশ্ন করেন যে নোবেল শান্তি পুরস্কার জেতার সম্ভাবনা কতটা? উত্তরে ট্রাম্প বলেন, “আমার কোনও ধারণা নেই…মার্কো (স্টেট সেক্রেটারি মার্কো রুবিও) আপনাদের বলবে যে আমরা ৭টা যুদ্ধ থামিয়েছি। অষ্টম যুদ্ধ থামানোরও খুব কাছাকাছি আমরা। আমার মনে হয়, রাশিয়ার পরিস্থিতিও ঠিক করে নেব…আমার মনে হয় না ইতিহাসে কেউ এত যুদ্ধ থামিয়েছেন।”
