India vs Pakistan: ‘পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত করব…’, বিদেশের মাটিতে বসে ভারতকে পরমাণু হুঁশিয়ারি পাক দূতের

India vs Pakistan: সেই পাক রাষ্ট্রদূতের নাম মহম্মদ খালিদ জামালি। তাঁর আরও দাবি, তিনি কিছু গোপন তথ্য মাধ্যমে জানতে পেরেছেন যে পাকিস্তানের বেশ কিছু এলাকায় হামলা চালাতে পারে ভারত।

India vs Pakistan: পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত করব..., বিদেশের মাটিতে বসে ভারতকে পরমাণু হুঁশিয়ারি পাক দূতের
পাকিস্তানি রাষ্ট্রদূতImage Credit source: X - RT Com

|

May 04, 2025 | 2:29 PM

নয়াদিল্লি: দুই দেশের হাতেই রয়েছে পরমাণু। এই পরিস্থিতিতে যদি সত্যিই যুদ্ধের মতো কোনও ঘটনা ঘটে, তা যে কতটা ভয়াবহ হবে সেই নিয়ে কোনও সন্দেহই নেই। সেই আশঙ্কাতেই ভারত-পাকিস্তানের সম্পর্ক বিষিয়ে যেতেই ‘শান্তি ও বুঝে পদক্ষেপ নেওয়ার’ কথা বলছে পশ্চিমী দেশগুলি।

এখনও পর্যন্ত ভারত গোটা ব্যাপারটাই কূটনৈতিক চালে রাখলেও, পাকিস্তান কিন্তু হুঁশিয়ারি দিতে এক মুহূর্তও পিছিয়ে থাকছে না। এই অশান্তির আবহে রাশিয়ায় থাকা পাকিস্তানি রাষ্ট্রদূত ভারতের দিকে হুমকি বাণ ছুড়ে বলেন, নয়াদিল্লি আমাদের গায়ে হাত দিলে, ইসলামাবাদও কিন্তু নিজের সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পিছপা হবে না।

শনিবার একটি রুশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই পাক রাষ্ট্রদূত মহম্মদ খালিদ জামালির দাবি, তিনি কিছু গোপন তথ্য মাধ্যমে জানতে পেরেছেন যে পাকিস্তানের বেশ কিছু এলাকায় হামলা চালাতে পারে ভারত।

উল্লেখ্য, ভারতের সেনার জোরের সামনে তো পাকিস্তানের টেকা দায়। সংখ্যা ও শক্তিতে পাকিস্তানকে বলে বলে গোল দিতে পারে ভারতীয় সেনা। কিন্তু তারপরেও কীভাবে তাদের এত বড় বড় বুলি, প্রশ্ন একাংশের। শনিবার ওই পাক রাষ্ট্রদূত কিন্তু মুখ খুলেছেন ভারত-পাকিস্তানের সেনা শক্তি নিয়েও। তাঁর কথায়, ‘কার সংখ্যা কত বেশি এই নিয়ে আমরা তর্কে জড়াতে চাই না। ভারত যদি হামলা চালায় আমরা পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত করব। পারমাণবিক শক্তির ব্যবহার করা থেকে পিছপা হব না।’

হামলার ভয়ে ‘জ্বর’ এসেছে পাকিস্তানের। দিন কতক আগেই সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, দিন দুয়েকের মধ্যেই হামলা চালাতে পারে ভারত। তেমনটা হয়নি। কিন্তু সেই ভয়ে তাদের শেয়ার বাজারে দেখা গিয়েছিল মহাপতন। পাকিস্তান পড়েনি, তার আগেই পড়ে গিয়েছে তাদের শেয়ার বাজার।