ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন জো বাইডেন (Joe Biden)। পাশেই বাইবেল হাতে দাঁড়িয়ে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন। আমেরিকা-সহ সারা বিশ্বের উদ্দেশে বাইডেন বললেন, “আত্মা দিয়ে আমেরিকা গড়ব।” শুধু তাই নয়, একতার মাধ্যমে সব বাধা পেরিয়ে নতুন আমেরিকা গড়ার স্বপ্নে পথ চলা শুরু করলেন বাইডেন-কমলা।
নিরাপত্তা কোনও খামতি ছিল না। জাতীয় রক্ষীরা ঘিরে ফেলেছিলেন গোটা ওয়াশিংটন। তার মধ্যেই বাইডেনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হল। শপথ নিয়েই জো বলেন, “আমি সব আমেরিকাবাসীর প্রেসিডেন্ট।” করোনা মহামারীর অবসান, অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু সমস্যার সমাধান ও বর্ণ বৈষম্যের অবসান। এই ৪ মূল লক্ষ্যে ঝাঁপাবেন জো-কমলা। আর এই লক্ষ্যপূরণে বাইডেনের হাতিয়ার একতা।
The India-US partnership is based on shared values. We have a substantial and multifaceted bilateral agenda, growing economic engagement and vibrant people to people linkages. Committed to working with President @JoeBiden to take the India-US partnership to even greater heights.
— Narendra Modi (@narendramodi) January 20, 2021
ইউনাইটেড স্টেটস অব আমেরিকাকে আরও ‘ইউনাইটেড’ হওয়ার বার্তা দিলেন জো। গণতন্ত্র মূল্যবান, আর আজ গণতন্ত্রের দিন, বাইডেনের বক্তব্যে যেন বারবার ঘুরে এল এই শব্দগুলি। ক্ষমতায় এসেই ট্রাম্পের উল্টো পথে হেঁটে দ্বেষহীন দেশ গড়ার কাজ করবেন তিনি। একথা নির্বাচনী প্রচার থেকেই বলে আসছেন আমেরিকার ৪৬-তম প্রেসিডেন্ট। অভিষেকে সংবিধান রক্ষা করার শপথ তো বটেই তার সঙ্গে বাইডেন প্রতিজ্ঞা করলেন একত্রে সব বাধা পেরিয়ে যাওয়ার। বাইডেনের সাফল্য কামনা করছে সারা বিশ্ব। টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটে উষ্ণ অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন নমো।