আকছাড় খবরের পাতায় বিবাহ-বহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হয়। কখনও পরকীয়ার জেরে অভিযোগ ওঠে খুনোখুনির। কখনও আবার স্রেফ সন্দেহরবশেই ঘটে যায় দুর্ঘটনা। এবারও এমনই এক খবর সামনে এসেছে। কিন্তু একটু অদ্ভুত। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, এক মহিলা ঘরের ভিতর ব্যস্ত তাঁর প্রেমিকের সঙ্গে রোম্যান্সে। সেই সময় আচমকা এসে পড়েন ওই মহিলার স্বামী। তারপর ওই মহিলা ও তাঁর প্রেমিক এমন কাণ্ড শুরু করলেন, যা দেখে উঠেছে হাসির রোল। কেউ-কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি।
সংশ্লিষ্ট ভিডিয়োটি পোস্ট হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, বন্ধ ঘরে বসে সোফার উপর বসে রয়েছেন এক মহিলা ও পুরুষ। তাঁরা ব্যস্ত ‘কোয়ালিটি টাইম’ কাটাতে।
কখনও নিজেদের মতো তাঁরা গল্প করছেন। কখনও আসছেন একে অপরের কাছাকাছি। ঠিক এমন সময় ঘটল বিপদ।
হঠাৎ দেখা গেল দরজা খুলে ভিতরে ঢুকলেন ওই মহিলার স্বামী। বেধে গেল হইচই। একলাফে মহিলা বসে পড়লেন মাটিতে। উঠে দাঁড়লেন তাঁর প্রমিক। হাত তুললেন উপরে। যা দেখে মনে হল তিনি হয়ত হাত তুলে সারেন্ডার করছেন। কিন্তু পরক্ষণেই খেলা ঘোরালেন মহিলা। হাত জোড় করে কিছু প্রার্থনা করলেন মহিলা। আর প্রেমিকও দুই হাত উপরে তুলে এমন অভিনয় করলেন যেন তিনিও আশীর্বাদ করছেন। বিষয়টি দেখে স্বামীও স্তম্ভিত। তিনিও মাটিতে বসে আশীর্বাদ চাইলেন। যদিও, পরে জানা গিয়েছে এই গোটা ভিডিয়োটিই বানানো হয়েছে শুধুমাত্র নেটিজেনদের আনন্দ দেওয়ার জন্য।