Bizarre: স্বামীকে নাকের ফোঁটা খেতে দেখলেন স্ত্রী! তার পর যা হল…

সম্প্রতি ওই মহিলা দেখেছেন, তাঁর স্বামী নাকের ফোঁটা, কানের খোল, চোখের পিচুটি আঙুলে করে বার করে খাচ্ছেন।

Bizarre: স্বামীকে নাকের ফোঁটা খেতে দেখলেন স্ত্রী! তার পর যা হল...
প্রতীকী ছবি

| Edited By: অংশুমান গোস্বামী

Jul 29, 2022 | 5:16 PM

খাবারের বাইরেও বিভিন্ন জিনিস খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই। এই সমস্যাকে বলা হয় পাইকা। মানসিক সমস্যা থেকেও অনেকের মধ্যে এই স্বভাব দেখা যায়। সম্প্রতি এক মহিলার সামনে তাঁর স্বামীর এই সমস্যা সামনে এসেছে। তা দেখে প্রথমে চমকে গিয়েছিলেন ওই মহিলা। গোটা বিষয়টির কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন করে। প্রথম বার সেটি দেখার পর তার গা গুলিয়ে ওঠার কাহিনিও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি।

সম্প্রতি ওই মহিলা দেখেছেন, তাঁর স্বামী নাকের ফোঁটা, কানের খোল, চোখের পিচুটি আঙুলে করে বার করে খাচ্ছেন। লুকিয়ে বিষয়টি লক্ষ্য করেছিলেন তিনি। অন্যান্য কাজ করতে করতেই তাঁর স্বামী এই আচরণ করেন বলে জানিয়েছেন। তিনি লিখেছেন, “এখানে এ রকম কেউ আছেন, যিনি নিজের স্বামীকে কানের খোল, নাকের ফোঁটা, চোখের পিচুচটি খেতে দেখেছেন? আমি সেই হতভাগ্য স্ত্রী। আমার স্বামীর এই অভ্যাসের কথা জানতে পেরেছি আমি। নিজের চোখে তা দেখতেই আমার গা গুলিয়ে উঠেছিল। বমি করে ফেলেছিলাম আমি।” তিনি আরও বলেছেন, “আমি এমন জনের সঙ্গে চুম্বন করেছি, যিনি নাকের ফোঁটা খান। এ কথা ভেবেই আমার অস্বস্তি হচ্ছে।”

সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার পোস্ট ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। নিজেদের পরিচিতদের মধ্যে এ রকম সমস্যার কথা জানিয়েছেন কেউ কেউ। অনেকেই বিষয়টি নিয়ে মহিলার প্রতি সমবেদনা জানিয়েছেন। কেউ কেউ আবার স্বামীর চিকিৎসা করানোর জন্য ওই মহিলাকে পরামর্শ দিয়েছেন। বিষয়টি নিয়ে ব্যাপক হইচই হয়েছে ওই পোস্টে।