Video: গায়ে জড়ানো প্যালেস্তিনীয় পতাকা, ইজরায়েলি দূতাবাসের সামনে আগুনে পুড়ে মরার চেষ্টা মহিলার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 02, 2023 | 5:55 PM

Woman sets self ablaze outside Israeli mission: প্রথম থেকেই এই অসম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন আমেরিকার শান্তিকামী মানুষ। তবে, এবার সেই প্রতিবাদকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন এক মহিলা। ওই প্রতিবাদীর সমালোচনা করেছেন দক্ষিণ-পূর্ব আমেরিকায় নিযুক্ত ইজরায়েলি কনস্যুলেট জেনারেল আনাত সুলতান-দাদন।

Video: গায়ে জড়ানো প্যালেস্তিনীয় পতাকা, ইজরায়েলি দূতাবাসের সামনে আগুনে পুড়ে মরার চেষ্টা মহিলার
বাঁদিকে - পড়ে আছে পোড়া পতাকা ও পোশাকের অংশ, ডানদিকে - ঘটনার পর এলাকায় মার্কিন পুলিশ
Image Credit source: Twitter

Follow Us

ওয়াশিংটন ও গাজা সিটি: এক সপ্তাহের যুদ্ধ বিরতি এবং বন্দিমুক্তির পর, শুক্রবার থেকে ফের শুরু হয়েছে ইজরায়েল গাজা যুদ্ধ। আর যুদ্ধ শুরু হতে, প্রথমদিনই গাজায় ভূখণ্ডে অন্তত ২০০ অসামরিক প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রক। গাজায় নির্বিচারে ইজরায়েলি বোমা হামলা, এমনকি, স্থলপথে হামলাকেও সমর্থন করেছে আমেরিকা। কিন্তু, প্রথম থেকেই এই অসম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন আমেরিকার শান্তিকামী মানুষ। তবে, এবার সেই প্রতিবাদকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন এক মহিলা। শুক্রবার বিকেলে, মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা প্রদেশে অবস্থিত ইসরায়েলি কনস্যুলেটের বাইরে, নিজেকে প্যালেস্তিনীয় পতাকায় মুড়ে গায়ে আগুন দিয়েছিলেন তিনি। মৃত্যু না হলেও, আগুনে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, প্যালেস্তাইনের পতাকা হাতেই ইজরায়েলি দূতাবাসের বাইরে প্রতিবাদ জানাতে এসেছিলেন ওই মহিলা। আটলান্টার পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাউম জানিয়েছেন, আচমকা তিনি নিজের গায়ে প্যালেস্তাইনের পতাকাটি জড়িয়ে নিয়েছিলেন। তারপর, পতাকা-সহ নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। সেখানে উপস্থিত এক নিরাপত্তারক্ষী তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, তাঁর প্রচেষ্টা সফল হয়নি। পরে সেই আগুন নিভিয়ে ফেলা যায় ঠিকই, তবে, ততক্ষণে আগুনে পুড়ে মহিলা গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী গ্র্যাডি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এখনও তাঁকে বিপদমুক্ত বলে ঘোষণা করেননি চিকিৎসকরা।


পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাউম অবশ্য জানিয়েছেন, মহিলার নাশকতামূলক কোনও উদ্দেশ্য ছিল না, এই বিষয়ে তাঁরা নিশ্চিত। অনেকেই ইজরায়েল-হামাস যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। এই ঘটনাও সেই প্রতিবাদের একটা অংশ বলেই প্রাথমিখভাবে মনে করছেন তাঁরা। এদিকে, ওই মহিলা প্রতিবাদীর সমালোচনা করেছেন দক্ষিণ-পূর্ব আমেরিকায় নিযুক্ত ইজরায়েলি কনস্যুলেট জেনারেল আনাত সুলতান-দাদন। তিনি বলেছেন, “আমাদের কার্যালয় ভবনের প্রবেশদ্বারে আত্মহননের চেষ্টার ঘটনা জানতে পেরে আমরা দুঃখিত। কিন্তু, ইজরায়েলের প্রতি বিদ্বেষ এবং উস্কানির এমন ভয়াবহ প্রকাশ দুঃখজনক। জীবনের পবিত্রতার মূল্য আমাদের কাছে সর্বোচ্চ। যে নিরাপত্তা কর্তা এই মর্মান্তিক কাজ প্রতিরোধ করতে গিয়ে আহত হয়েছেন, আমরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।”

যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ ফুরোনোর পর, শুক্রবার থেকেই ফের গাজায় বোমা হামলা শুরু করেছে ইজরায়েল। শনিবারও গাজায় মারাত্মক হামলা চালিয়েছে তেল আবিব। গাজা ভূখণ্ডের আকাশে ফের দেখা যাচ্ছে ধূসর ধোঁয়ার মেঘ। গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, শুক্রবার সকাল থেকে এখনও পর্যন্ত প্রায় ২০০ জন অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। দুই পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করেছে। ইজরায়েলের দাবি, যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে থেকেই সীমান্তবর্তী ইজরায়েলি শহরগুলি লক্ষ্য করে রকেট হামলা চালানর চেষ্টা করেছে হামাস। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র, জোনাথন কনরিকাস এদিন বলেছেন, “আমরা এখন গাজা ভূখণ্ডে হামাসের সামরিক ভবনগুলিতে হামলা চালাচ্ছি।” অন্যদিকে, হামাসের সশস্ত্র শাখাও তাদের শীর্ষনেতার পক্ষ থেকে ফের যুদ্ধ শুরু করার নির্দেশ পেয়েছে। গাজা ভূখণ্ডকে রক্ষার অনুমতি দিয়েছে শীর্ষ নেতারা।

Next Article