Woman Death: মরার পরই বেঁচে উঠলেন মহিলা, শোনালেন মৃত্যুর ওপারে ২৪ মিনিট থাকার অভিজ্ঞতা
Woman Death: গত ফেব্রুয়ারিতে বাড়িতেই হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁর স্বামী ৯১১-তে কল করেন। ছুটে আসেন চিকিৎসক। হঠাৎ ২৪ মিনিট তিনি আবার জীবিত হয়ে ওঠেন।
নিউ ইয়র্ক: কেউ কেউ বলেন মৃত্যুর ওপারেও নাকি একটা জীবন আছে। কিন্তু মৃত্যুর পর তো আর কিছু জানা যায় না। তাই সেই জীবনও অজানাই রয়ে যায়। এমন অনেকবার হয়েছে যে একজন মানুষের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, ১০ মিনিট পরে আবার দেখা গিয়েছে তিনি জীবিত। অনেক ক্ষেত্রে বিজ্ঞানীরাও এর সঠিক কারণ খুঁজে পাননি। তবে সম্প্রতি একজন মহিলা যে দাবি করেছেন, তা সত্যি অবাক হওয়ার মতো। মৃত্যু হয়েছিল, ২৪ মিনিট পর হঠাৎ চোখ খোলেন ওই মহিলা। তাঁর কথা শুনে অবাক হয়ে যান চিকিৎসকেরাও।
দ্য মিরর-কে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন লরেন কানাডে নামে এক মহিলা। সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন সেই গল্পটি। গত ফেব্রুয়ারিতে বাড়িতেই হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁর স্বামী ৯১১-তে কল করেন। ছুটে আসেন চিকিৎসক। হঠাৎ ২৪ মিনিট তিনি আবার জীবিত হয়ে ওঠেন। মহিলা বলেন, ‘আমি আইসিইউতে ভর্তি হয়েছিলাম, কিন্তু ডাক্তাররা অবাক হয়ে দেখেন যে এমআরআইতে মস্তিষ্কের কোনও ক্ষতি দেখা যায়নি।’
মহিলা জানিয়েছেন, কার্ডিয়াক অ্যারেস্টের পর, ৯১১ নম্বরে কল করলে সেখান থেকে চিকিৎসক তাঁকে বুঝিয়ে বলেছিলেন এমন পরিস্থিতিতে কী করতে হবে। কিছুক্ষণ পর জরুরি পরিষেবাও পৌঁছে যায় লরেনের বাড়িতে চলে আসে। কিন্তু ২৪ মিনিট পরে আবার হৃৎস্পন্দন শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। ২ দিন কোমায় ছিলেন তিনি। জেগে ওঠার পর প্রথমটায় কিছু বুঝতে পারেননি তিনি।
লরেন বলেন, “যখন আমার শরীরে প্রাণ ছিল না, তখন আমার মনে আছে আমি ভীষণ শান্তি অনুভব করছিলাম। কোমা থেকে বেরিয়ে আসার পর কয়েক সপ্তাহ এই শান্তি আমার মধ্যে ছিল। দিন এবং সময় ভুলে গিয়েছিলাম। প্রশ্নের উত্তর দিতে পারিনি। আমি ভুলে গিয়েছিলাম যে আমার কী হয়েছিল যে আমাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। মনে হয় আমি অফিসে শুয়ে আছি।” তিনি আরও বলেন, ‘এটা অদ্ভুত, কিন্তু একেবারে সত্যি। এটা দেখার পর আমি আর মৃত্যুকে ভয় পাই না।’