Bangladesh: জয় বাংলা স্লোগান দেওয়ায় হাত বেঁধে মহিলাকে বেধড়ক মার

Subhotosh Bhattacharya | Edited By: সঞ্জয় পাইকার

Feb 11, 2025 | 5:31 PM

Bangladesh: মহিলাকে নির্যাতনের যে ভিডিয়ো সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, হাত বাঁধা অবস্থায় বসে রয়েছেন ওই মহিলা। আশপাশে অনেকে দাঁড়িয়ে। ওই মহিলাকে হুমকি দিচ্ছে তারা। এমনকি, কেউ কেউ ওই মহিলাকে বিষ খাইয়ে মেরে ফেলারও হুমকি দেয়।

Bangladesh: জয় বাংলা স্লোগান দেওয়ায় হাত বেঁধে মহিলাকে বেধড়ক মার
হাত বেঁধে মারধর করা হয় ওই মহিলাকে

Follow Us

ঢাকা: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আক্রান্ত হচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিভিন্ন জায়গায় তাঁদের উপর হামলা হচ্ছে। এবার আরও ভয়ঙ্কর ছবি সামনে এল। বঙ্গবন্ধুর ছবি বিলি এবং জয় বাংলা স্লোগান দেওয়ায় মারধর করা হল। প্রকাশ্যে হাত পা বেঁধে নির্মমভাবে অত্যাচার করা হয়। নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা। তেমনই একটি ছবি ধরা পড়ল বাংলাদেশের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে।

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর ছবি সহ লিফলেট বিলি করায় এক মহিলাকে নির্মমভাবে অত্যাচার করা হয়। মহিলাকে নির্যাতনের যে ভিডিয়ো সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, হাত বাঁধা অবস্থায় বসে রয়েছেন ওই মহিলা। আশপাশে অনেকে দাঁড়িয়ে। ওই মহিলাকে হুমকি দিচ্ছে তারা। এমনকি, কেউ কেউ ওই মহিলাকে বিষ খাইয়ে মেরে ফেলারও হুমকি দেয়।

আর এই হুমকির মুখে অসহায় মতো হাত বাঁধা অবস্থায় বসে থাকতে দেখা যায় মহিলাকে। অভিযোগ, শুধু ওই মহিলা নয়, জয় বাংলা স্লোগান দিলেই মারধর করা হচ্ছে। বঙ্গবন্ধুর ছবিও বিলি করলে হামলা চালানো হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত বছরের ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তার তিনদিন পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। আর সেই অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরও হামলা হচ্ছে। হামলা বন্ধ করতে ইউনূস প্রশাসন কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ। কয়েকদিন আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে ভাঙচুর চালানো হয়। এবার বঙ্গবন্ধুর ছবি-সহ লিফলেট বিলি করলেও হামলার শিকার হতে হচ্ছে।