
অস্ট্রেলিয়া: নাইটক্লাবে নাচা-গানা, হইহুল্লোড় সব চলবে। মদের গেলাসে চুমুকেও কোনও বিধি নিষেধ নেই। তবে মানতে হবে একটাই নিয়ম, কারও দিকে চোখ তুলে তাকানো যাবে না। তাকাতে গেলে নিতে হবে অনুমতি। অপরিচিতর ভিড়ে কাউকে দেখতে গেলে তাঁর অনুমতি আবশ্যক। না হলে ক্লাব কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। অস্ট্রেলিয়ার একটি নাইটক্লাবে জারি হল এমনই নির্দেশিকা।
সে দেশের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার ওই নাইটক্লাব জানিয়ে দিয়েছে, কোনওরকম অনুমতি ছাড়া ক্লাবে কেউ যদি কারও দিকে তাকায় তা হলে ওই ব্যক্তিকে বের করে দেওয়াও হতে পারে। সিডনির ক্লাব ৭৭ নামে ওই সংস্থা সম্প্রতি তাদের নিয়মাবলীতে কিছু বদল এনেছে।
বিভিন্ন সময়ে নাইটক্লাবে অচেনা ব্যক্তির বিরুদ্ধে নিগ্রহ, হেনস্থার অভিযোগ ওঠে। এমনকী নাইট ক্লাবের ভিড়ে ঠাসা পরিবেশে অচেনা জোড়া চোখের নজরদারি বিড়ম্বনাতেও ফেলে। এই নিয়ে নানা সময় থানা পুলিশও হয়। এসব দিক নজরে রেখেই ওই সিডনির নাইটক্লাবটিতে বদল আনা হয়েছে নিয়মাবলীতে। তাদের ইনস্টাগ্রাম পেজে নতুন নিয়মের কথা উল্লেখ করে পোস্টও করেছে ক্লাব ৭৭।
পোস্টে লেখা হয়েছে, ‘আমাদের কিছু বাধ্যবাধকতাও রয়েছে। কিছু দায়বদ্ধতাও রয়েছে। ক্লাবে যাঁরা নতুন যাতায়াত করছেন, তাঁদের জানানো দরকার কিছু বিষয় যা মানতেই হয়। বেশ কিছু আচরণ রয়েছে যা ভেন্যু ও ডান্স ফ্লোরে গ্রহণযোগ্য নয়।’ একইসঙ্গে তারা জানিয়েছে, দু’জন অচেনা ব্যক্তির মধ্যে সম্পর্ক তৈরি হবে, কথাবার্তা হবে, তারা সবসময়ই তাতে উৎসাহ দেয়। কিন্তু তা অবশ্যই সম্মতিক্রমে শুরু হওয়া প্রয়োজন বলে বিশ্বাস করে ক্লাব ৭৭। সোশ্যাল পোস্টটিতে তারা লিখেছে, ‘দূর থেকে কেউ একজনকে ঘুরে ঘুরে দেখছে। হতে পারে যাকে দেখছে, সে এই অ্যাটেনশনটা চাইছে না। তা হলে সেই অ্যাটেনশন আমরা হেনস্থা বলেই মনে করব। আমরা এ সংক্রান্ত কোনও রিপোর্ট পেলে তাকে বের করে দিতেও বাধ্য হব। ডাকা হবে পুলিশকেও। আমাদের উদ্দেশ্য একটাই, সকলে যেন নাইটক্লাবে এসে সুরক্ষিত বোধ করেন।’