World’s Shortest War: মাত্র ৩৮ মিনিটে খেল খতম! বিশ্বের সবথেকে ছোট যুদ্ধের আসল গল্পটা জানেন?

World's Shortest War: যেখানে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় ৪ থেকে ৬ বছর ধরে হয়েছিল, সেখানেই সবথেকে কম সময়ের যুদ্ধ হয়েছিল মাত্র ৩৮ মিনিটের।

Worlds Shortest War: মাত্র ৩৮ মিনিটে খেল খতম! বিশ্বের সবথেকে ছোট যুদ্ধের আসল গল্পটা জানেন?
সবথেকে ছোট যুদ্ধ। Image Credit source: X

|

May 04, 2025 | 7:22 AM

নয়া দিল্লি: যুদ্ধ যুদ্ধ আবহ। ভারত পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তেই যুদ্ধ বাধতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ- বিশ্ব একাধিক যুদ্ধ দেখেছে। তবে সবথেকে কম সময়ের যুদ্ধ কোনটা জানেন? মাত্র ৩৮ মিনিট স্থায়ী হয়েছিল এই যুদ্ধ।

যুদ্ধ শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, এর মধ্যে থাকে রণনীতি, কূটনীতি সহ একাধিক বিষয়। বিভিন্ন স্ট্রাটেজির জন্যই কোনও যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে, কোনও যুদ্ধ আবার কিছুদিনেই শেষ হয়ে যায়। যেখানে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় ৪ থেকে ৬ বছর ধরে হয়েছিল, সেখানেই সবথেকে কম সময়ের যুদ্ধ হয়েছিল মাত্র ৩৮ মিনিটের। এই যুদ্ধ হয়েছিল ব্রিটেন ও জ়াঞ্জিবারের মধ্যে। বর্তমানে এই জাঞ্জিবার তানজানিয়ার অংশ।

১৮৯৬ সালের ২৭ অগস্ট এই যুদ্ধ হয়েছিল রাজনৈতিক মতপার্থক্যের কারণে। মাত্র ৩৮ মিনিটেই ব্রিটেন এই যুদ্ধে জয়ী হয়ে যায়।

কেন এই যুদ্ধ হয়েছিল?

১৮৯৩ সালে ব্রিটেন সঈদ হামাদ বিন থুওয়ানিকে জ়াঞ্জিবার দেখভালের জন্য পাঠায়। ১৮৯৬ সালের ২৫ অগস্ট তাঁর মৃত্যু হয়। হামাদের মৃত্যুর পর তাঁর ভাইপো খালিদ বিন বারঘাস নিজেকে জ়াঞ্জিবারের সুলতান বলে ঘোষণা করে। ব্রিটেন এই সিদ্ধান্ত মানতে নারাজ ছিল। তারা চেয়েছিল হামাদের খুড়তুতো ভাই হামোদ বিন মহম্মদ পদে বসুক। খালিদ নিজের পদ বাঁচাতে প্রাসাদের চারপাশে ৩০০০ সেনা মোতায়েন করে। এই খবর পেয়েই ২৭ অগস্ট ব্রিটেন জ়াঞ্জিবারে হামলা করে। যুদ্ধ শুরু হতেই ৩৮ মিনিটে খালিদের সেনা আত্মসমর্পণ করে।