Bangladesh: ‘সরকারের দায়িত্ব পালন অসম্ভব…’, রুদ্ধদ্বার বৈঠক সেরে বড় বার্তা ইউনূসের উপদেষ্টা পরিষদের

Yunus Meeting With Other Advisers: দেশের নির্বাচন, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক পরিস্থিতি ও সংস্কার-সহ একাধিক বিষয়ে আলোচনা করেছে উপদেষ্টা পরিষদ। তারপর সেই নিয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে সরকার পক্ষে তরফে।

Bangladesh: সরকারের দায়িত্ব পালন অসম্ভব..., রুদ্ধদ্বার বৈঠক সেরে বড় বার্তা ইউনূসের উপদেষ্টা পরিষদের
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসImage Credit source: Getty Image

|

May 24, 2025 | 7:00 PM

ঢাকা: সন্ধেয় ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপি ও জামাতের প্রতিনিধিরা। আর সেই বৈঠকের আগেই অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সেরে নিলেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। জানা গিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি।

কিন্তু এই বৈঠক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে হলেও, তার আবহ অনেকটাই রাজনৈতিক। বৈঠক শুরু হওয়ার আগে পর্যন্ত, তা নিয়ে পদ্মা পাড়ের অন্দরে তৈরি হয়েছিল জোর শোরগোল। বৈঠক শেষে কী বলবেন ইউনূস, সেই দিকেই তাকিয়ে ছিল গোটা বাংলাদেশ।

সন্ধ্যা ৬টা নাগাদ শেষ হয় বৈঠক। উপস্থিত ছিলেন মোট ১৯ জন সদস্য। জানা যায়, গোটা বৈঠকে দেশের নির্বাচন, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক পরিস্থিতি ও সংস্কার-সহ একাধিক বিষয়ে আলোচনা করেছে উপদেষ্টা পরিষদ। তারপর সেই নিয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে সরকার পক্ষে তরফে।

কী বলা হয়েছে সেই বিবৃতিতে?

বাংলাদেশের অন্দরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে তোপ দেগে সেই বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ‘যদি পরাজিত শক্তির উস্কানিতে ও বিদেশি কোনও ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হয়, তখন সরকার দেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের পথে হাঁটবে।’

এরপরই ইঙ্গিতে ইউনূসের উপর তৈরি হওয়া চাপের প্রসঙ্গ তুলে বিবৃতি আরও জানানো হয়, ‘শত বাধার মাঝেও অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যেতে। সর্বোপরী বাংলাদেশে চিরকালের মতো স্বৈরতন্ত্রকে প্রতিহত করতে ঐক্যই একমাত্র পথ।’