
নিউ ইয়র্ক: নতুন বছরে মার্কিন দুনিয়ায় ইতিহাস। নিউ ইয়র্ক শহরের নতুন মেয়র হিসাবে শপথ নিলেন জ়োহরান মামদানি। সবথেকে কম বয়সী মেয়র তিনি। আবার ভারতীয় বংশোদ্ভূত প্রথম মেয়রও বটে। ভোটে জিতে যেমন সবাইকে চমকে দিয়েছিলেন, তেমনই শপথ গ্রহণের অনুষ্ঠানেও চমক রাখলেন। ম্যানহ্যাটনের একটি বন্ধ হয়ে যাওয়া সাবওয়ে স্টেশনে শপথ নিলেন। কোরানে হাত রেখে শপথ নিলেন।
ওল্ড সিটি হল স্টেশনে দাঁড়িয়ে জ়োহরান মামদানি শপথ নেন। শপথ নেওয়ার পর ৩৪ বছরের মামদানি বলেন, “এটা সত্যি আজীবনের এক সম্মান ও বিশেষ সুবিধা”। আজ ফের স্থানীয় সময়ে দুপুর ১টা নাগাদ ফের শপথ নেবেন মামদানি। তখন তাঁকে শপথ গ্রহণ করাবেন মার্কিন সেনাটর বার্নি স্যান্ডার।
Zohran Mamdani becomes the mayor of New York City after taking the oath of office at an historic, decommissioned subway station in Manhattan. Mamdani was sworn in as the first Muslim leader of America’s biggest city, placing his hand on a Quran as he took his oath. pic.twitter.com/D6qyebCa6L
— The Associated Press (@AP) January 1, 2026
মামদানির শপথ গ্রহণের মাধ্যমেই আমেরিকায় নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে। বর্তমানে আমেরিকার সবথেকে নজরে থাকা রাজনীতিবিদ। মামদানি ও তাঁর স্ত্রী রমা দুয়াজি এবার এক বেডরুমের ফ্ল্যাট ছেড়ে ম্যানহ্যাটনে মেয়রের বাসভবনে যাবেন।
১৯৯১ সালের ১৮ অক্টোবর উগান্ডার কাম্পালাতে জন্মগ্রহণ করেন জ়োহরান মামদানি। তাঁর মা ভারতের বিখ্যাত পরিচালক মীরা নায়ার। বাবা উগান্ডার স্কলার মাহমুদ মামদানি। ছোট বয়সটা নানা দেশে ঘুরেই কেটেছে জ়োহরানের। উগান্ডা থেকে দক্ষিণ আফ্রিকায় যান মামদানি। এরপরে নিউ ইয়র্কের ব্যাঙ্ক স্ট্রিট স্কুল ফর চিলড্রেন এবং পরে ব্রঙ্কস হাইস্কুল অব সায়েন্স থেকে পড়াশোনা করেন। ২০১৪ সালে বোডইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক হন। সেখানেই তিনি প্যালেস্তাইনের জন্য স্টুডেন্টস ফর জাস্টিস গঠন করেন।