Chris Edwards: বাংলাদেশের বিরুদ্ধে ওলন্দাজদের হয়ে যিনি বুক চিতিয়ে লড়লেন, তিনি স্কট এডওয়ার্ডস। নেদারল্যান্ডস অধিনায়ক হাফসেঞ্চুরি করলেন। ৬৮ রানের লড়াকু ইনিংস। ডাচ সমর্থকদের ভিড়ে মিশে গিয়েছিলেন এডওয়ার্ডসের দাদা ক্রিস। কমলা জার্সি, পিঠে লেখা এডওয়ার্ডস। জার্সি নম্বর ৩৫। চোখ সেই সময়ই আটকে গেল। কাছে যেতেই মিলল পরিচয়।