নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে (Union Budget) বিএসএনএলের জন্য বড় ঘোষণা করা হয়েছে। আর্থিকভাবে লোকসানে থাকা কেন্দ্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেডের জন্য আগামী অর্থবর্ষে ৪৪ হাজার ৭২০ কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেটের নথিতে বলা হয়েছে, “বিএসএনএল-এর ৪জি (BSNL 4G) স্পেকট্রাম, প্রযুক্তিগত আপগ্রেডেশন এবং সামগ্রিক পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় মূলধনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ক্যাপিটাল ইনফিউশন ছাড়াও, কেন্দ্রীয় সরকার BSNL-এর স্বেচ্ছায় অবসর প্রকল্পের জন্য ৭ হাজার ৪৪৩ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ করেছে এবং সেই সঙ্গে গ্র্যান্ট-ইন-এইড হিসেবে ৩ হাজার ৫৫০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক সহায়তাও দেবে কেন্দ্র।
স্বেচ্ছায় অবসর প্রকল্পের (ভিআরএস) জন্য আর্থিক সহায়তার আওতায় বিএসএনএল এবং এমটিএনএল উভয় ক্ষেত্রকেই এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেটের নথি অনুযায়ী, ৪জি স্পেকট্রাম বরাদ্দের উপর জিএসটি প্রদানের জন্য বিএসএনএল-কে জিএসটির জন্য সহায়তা করা হবে। প্রদান করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার এই বছর একটি স্পেকট্রাম নিলাম করবে, যা ২০২২-২৩ আর্থিক বছরে বেসরকারি টেলিকম অপারেটরদের ৫জি পরিষেবার রোল-আউটকে আরও সহজতর করবে।
কেন্দ্রীয় অধীনস্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড ৪জি পরিষেবা নিয়ে আসার কথা বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে। বহু চর্চাও হচ্ছে বিএসএনএল-এর ৪জি পরিষেবাকে ঘিরে। ২০২২-২৩ আর্থিক বছরের দ্বিতীয়ার্ধেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দেবু সিং চৌহান আগামী এপ্রিল মাসেই এর জন্য নেটওয়ার্ক সরঞ্জাম কেনার জন্য নির্দেশ (পারচেস অর্ডার) দিতে পারেন। সম্প্রতি চৌহান ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, “BSNL-এর ৪জি পরিষেবা বাণিজ্যিক রোলআউটের প্রক্রিয়া ২০২২ সালের অগাস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যে শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।”
উল্লেখ্য, রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো বেসরকারি সেক্টরগুলি বহুদিন আগেই তাদের ৪জি পরিষেবা চালু করে দিয়েছে। কিন্তু বিএসএনএলের নতুন নেটওয়ার্ক লঞ্চ করার বিষয়টি অনেকদিন ধরেই আটকে ছিল। এবার বাজারের অন্যান্য বেসরকারি টেলিকম সেক্টরগুলির সঙ্গে পাল্লা দিতে বিএসএনএলও ৪জি পরিষেবা চালু করার পথে হাঁটছে।
আরও পড়ুন : Budget 2022: ক্রিপ্টোকে টেক্কা দিতে ‘ডিজিটাল মুদ্রা’র ঘোষণা নির্মলার, অর্থনীতির খরা কাটাবে এই মুদ্রা?