
নয়া দিল্লি: বাজেট যত এগিয়ে আসছে, ততই সাধারণ মানুষের আশা-প্রত্যাশাও বাড়ছে বাজেট ঘিরে। আয়করের কাঠামোয় যেমন পরিবর্তন আসতে পারে, তেমনই নতুন কর কাঠামোয় মধ্যবিত্তদের জন্য আরও ছাড় বা অন্য সুবিধার ব্যবস্থা করতে পারে কেন্দ্রীয় সরকার।
ট্যাক্স এক্সপার্টদের তরফে যে প্রত্যাশাগুলি রাখা হয়েছে সরকারের কাছে, তার মধ্য়ে অন্য়তম হল, গৃহ ঋণের সুদের হার এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ছাড়। বর্তমানে এই সুবিধা শুধুমাত্র পুরনো কর কাঠামোয় পাওয়া যায়, যারা নতুন কর কাঠামোয় আয়কর জমা দেন, তারা এই সুবিধা পান না।
যেহেতু প্রতি বছরই চিকিৎসা ক্ষেত্রে খরচ ১২ থেকে ১৪ শতাংশ হারে বাড়ছে, তাই স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা ছাড় দেওয়ার আর্জি জানানো হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, এবারের বাজেটে ৮০ডি ধারাকে নতুন ও পুরনো- দুই কর কাঠামোর অন্তর্ভুক্ত করা হতে পারে। প্রবীণ নাগরিকদের জন্য ছাড় আরও বেশি দেওয়া হতে পারে।
পাশাপাশি হোম লোনের সুদে ফ্ল্যাট ডিডাকশন বা বেতনে এইচআরএ (HRA)-তেও ছাড়ের আবেদন জানানো হয়েছে। যেহেতু প্রপার্টি বা সম্পত্তির দাম বাড়ছে, ইএমআই বাড়ছে, তাই ২-৩ লাখের বদলে আরও বেশি ছাড়ের দাবি জানানো হয়েছে।
কর বিশেষজ্ঞদের তরফে আরও একটি দাবি জানানো হয়েছে, তা হল সেভিং ও ফিক্সড ডিপোজিটে উচ্চ হারে সুদের ছাড়।