Budget 2026: রবিবারেই পেশ হবে বাজেট ২০২৬: কেন্দ্রীয় সূত্র

Budget Date 2026: হোক না রবিবার, রীতি মেনে ১ ফেব্রুয়ারিই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। সাম্প্রতিক সময়ে এই প্রথম রবিবার বাজেট পেশ হবে। সূত্রের খবর, যুগ্ম সংসদীয় অধিবেশন হবে ২৮ জানুয়ারি। ওই দিন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। ২৯ জানুয়ারি পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা। 

Budget 2026: রবিবারেই পেশ হবে বাজেট ২০২৬: কেন্দ্রীয় সূত্র
ফাইল চিত্র।Image Credit source: X

|

Jan 08, 2026 | 6:43 AM

নয়া দিল্লি: হোক না রবিবার, রীতি মেনে ১ ফেব্রুয়ারিই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। এই বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়ায়, জল্পনা তৈরি হয়েছিল যে ওই দিন বাজেট পেশ হবে নাকি একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। বুধবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে বাজেট অধিবেশনর দিন নির্দিষ্ট করা হয়। আর তারপরই সূত্রের খবর, ১ ফেব্রুয়ারিই বাজেট পেশ হবে।

সাম্প্রতিক সময়ে এই প্রথম রবিবার বাজেট পেশ হবে। সূত্রের খবর, যুগ্ম সংসদীয় অধিবেশন হবে ২৮ জানুয়ারি। ওই দিন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। ২৯ জানুয়ারি পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা।

কেন্দ্রীয় সূত্রে খবর, বাজেট অধিবেশনের প্রথম অংশ হবে ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় অংশ হবে ৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যেই বাজেট প্রস্তুতির কাজও শুরু হয়ে গিয়েছে।

 ইতিহাস গড়ে এই বছর নিয়ে একটানা নবম বছর কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর আগে একমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড রয়েছে সবথেকে বেশিবার বাজেট পেশ করার। ১৯৫৯ সাল থেকে ১৯৬৪ সাল এবং ১৯৬৭ সাল থেকে ১৯৬৯ সালের মধ্যে তিনি মোট ১০ বার বাজেট পেশ করেছিলেন। পি চিদাম্বরমও নয়বার বাজেট পেশ করেছেন। প্রণব মুখোপাধ্যায় মোট আটবার বাজেট পেশ করেছিলেন।

২০১৭ সাল থেকে ১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বাজেট পেশ করা হয়। তার আগে প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হত। অরুণ জেটলী অর্থমন্ত্রী থাকাকালীন বাজেটের তারিখ পরিবর্তন করা হয়, যাতে নতুন অর্থবর্ষের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল থেকে নতুন বাজেট কার্যকর করা যায়।