Economic Survey: দেশের অর্থনীতির হাল কেমন, বাজেটের আগে আজ ইকোনমিক সার্ভে পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
Union Budget 2026: আজ সকাল ১১টায় সংসদে ইকোনমিক সার্ভে রিপোর্ট পেশ করার পর দুপুর ২টা ৩০ মিনিটে নয়া দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। ওই ব্রিফিংয়ে তিনি ইকোনমিক সার্ভেতে উঠে আসা প্রধান পর্যবেক্ষণ, অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস এবং নীতিগত বড় চ্যালেঞ্জগুলির বিষয়ে তিনি আলোকপাত করবেন।

নয়া দিল্লি: শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আজ সংসদে আর্থিক সমীক্ষা বা ইকোনমিক সার্ভে ২০২৫-২৬ পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ, ২৯ জানুয়ারি সকাল ১১টায় ইকোনমিক সার্ভে পেশ করবেন অর্থমন্ত্রী। এই ইকোনমিক সার্ভেই ঠিক করে দেবে আগামী ১ ফেব্রুয়ারির বাজেট কেমন হবে।
বাজেটের একদিন আগে এই ইকোনমিক সার্ভে পেশ করা হয়। দেশের মাক্রো-ইকোনমিক পারফরমেন্সের উপরে ভিত্তি করে অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি করা হয়। পাশাপাশি কী কী নীতিকে প্রাধান্য দেবে সরকার, আর্থিক প্রবৃদ্ধির কতটা সুযোগ রয়েছে, যাবতীয় তথ্য তুলে ধরা হয় ইকোনমিক সার্ভের রিপোর্টে।
চিফ ইকোনমিক অ্যাডভাইসারের অফিস থেকে তৈরি করা হয় ইকোনমিক সার্ভের রিপোর্ট। বাজেটের সিদ্ধান্তের বিশ্লেষণাত্মক ভিত্তি হিসেবে কাজ করে এই রিপোর্ট। এতে সরাসরি কোনও কর পরিবর্তন বা নীতিগত ঘোষণা না থাকলেও, দেশের অর্থনীতির বর্তমান অবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা দেয়। সে কারণে নীতিনির্ধারক, বিনিয়োগকারী, অর্থনীতিবিদ এবং আর্থিক বাজারের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি।
আজ, বৃহস্পতিবার, সকাল ১১টায় সংসদে ইকোনমিক সার্ভে রিপোর্ট পেশ করার পর দুপুর ২টা ৩০ মিনিটে নয়া দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। ওই ব্রিফিংয়ে তিনি ইকোনমিক সার্ভেতে উঠে আসা প্রধান পর্যবেক্ষণ, অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস এবং নীতিগত বড় চ্যালেঞ্জগুলির বিষয়ে তিনি আলোকপাত করবেন।
কোথায় দেখবেন ইকোনমিক সার্ভে ২০২৬?
ইকোনমিক সার্ভের সরাসরি সম্প্রচার দেখা যাবে সংসদ টিভি ও দূরদর্শনে। পাশাপাশি কেন্দ্রীয় বাজেটের অফিসিয়াল ওয়েবসাইট indiabudget.gov.in-এও এর সরাসরি সম্প্রচার দেখা যাবে। অর্থ মন্ত্রক ও প্রেস ইনফরমেশন ব্যুরোর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও যাবতীয় আপডেট শেয়ার করা হবে।
এছাড়া ইকোনমিক সার্ভের পিডিএফ ফরম্যাটও পাওয়া যাবে এই লিঙ্কে ক্লিক করে- https://www.indiabudget.gov.in/economicsurvey/index.php । আর্থিক সমীক্ষা পেশ করার পরই এই পিডিএফ পাওয়া যাবে।
