Share Market News: নিফটির পতন, প্রায় ৯ শতাংশ পড়ল টাটার এই শেয়ারও!
Trent Share Price: টাটার বিপণনী সংস্থা ট্রেন্টের পরিচালন সমিতি মাসিমো ডুট্টি ইন্ডিয়ার প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৪৫০ ইক্যুইটি শেয়ার বিক্রির সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। ফলে ওই সংস্থায় ট্রেন্টের স্টেক ৪৯ শতাংশ থেকে নেমে ২০ শতাংশে দাঁড়িয়েছে।

আজ ৬ ফেব্রুয়ারি। নিফটি ফিফটি পড়েছে প্রায় ৯২ পয়েন্ট। গতকাল আপার সার্কিট ছুঁয়ে ফেলার পর আজ প্রায় ৯.৭৭ শতাংশ পড়ল মহানগর টেলিফোন নিগম লিমিটেড। টাটার বিপণনী সংস্থা ট্রেন্টের পরিচালন সমিতি মাসিমো ডুট্টি ইন্ডিয়ার প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৪৫০ ইক্যুইটি শেয়ার বিক্রির সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। ফলে ওই সংস্থায় ট্রেন্টের স্টেক ৪৯ শতাংশ থেকে নেমে ২০ শতাংশে দাঁড়িয়েছে। আর তারপরই আজ প্রায় ৮.৩৮ শতাংশ পড়েছে ট্রেন্ট।
আজ বাড়ল যারা:
আজ সর্বোচ্চ ২০ শতাংশ বেড়েছে কিনোট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এ ছাড়াও দাম বেড়েছে আশিমা লিমিটেড, গ্ল্যাক্সোস্মিথকাইন ফার্মাসিউটিক্যাল, ভিমতা ল্যাবস ও নন্দন ডেনিমের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
গতকাল আপার সার্কিট হিট করার পর আজ পড়ল এমটিএনএলের শেয়ারের দাম। আজ সর্বোচ্চ ১৩.৯৫ শতাংশ পড়েছে শিবালিক রসায়নের। এ ছাড়াও পড়েছে এক্সিকম টেলি সিস্টেমস, রাজশ্রী পলিপ্যাক ও ট্রেন্টের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ ডিভিডেন্ড দিল সান ফার্মাসিউটিক্যাল। শেয়ার প্রতি ১০ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিল তারা।
- শেয়ার প্রতি ৪ টাকা ২৫ পয়সা ডিভিডেন্ড দিল কনকর।
- শেয়ার প্রতি ৬ টাকা ডিভিডেন্ড দিল ডক্টর লাল প্যাথ ল্যাব।
- আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার। যার মধ্যে বৈশালি ফার্মা, বিএসই, অ্যাগ্রো ফস ইন্ডিয়া, জিকে ওয়ারস, BEML, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হিরো মোটো কর্প, ট্রেন্ট, রামকো সিমেন্টস, এমআরএফ, আইটিসি, অ্যাপোলো টায়ার্স, পিভিআর, কোচিন শিপইয়ার্ড, ম্যাক্স ইন্ডিয়া, ভারতী হেক্সাকম উল্লেখযোগ্য।
*৬ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





