AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tariff War, FPI: মাত্র ১১ দিনে বেরিয়ে গেল ৩১ হাজার ৫৭৫ কোটি টাকা, ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে আরও চাপে বিনিয়োগকারীরা!

Stock Market: ভারতের বাজার থেকে প্রায় ৩১ হাজার ৫৭৫ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। মনে করা হচ্ছে পৃথিবীর অনেক দেশের উপর আমেরিকা আরোপিত শুল্কের কারণেই এমনটা ঘটছে।

Tariff War, FPI: মাত্র ১১ দিনে বেরিয়ে গেল ৩১ হাজার ৫৭৫ কোটি টাকা, ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে আরও চাপে বিনিয়োগকারীরা!
| Updated on: Apr 13, 2025 | 6:19 PM
Share

মার্চ মাসে দেখা গিয়েছিল ভারতের বাজারে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিল বিদেশি বিনিয়োগকারীরা। কিন্তু এপ্রিল মাসের প্রথম ১১ দিনেই সেই ছবিতে বিরাট বদল। ১১ তারিখের মধ্যে ভারতের বাজার থেকে প্রায় ৩১ হাজার ৫৭৫ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। মনে করা হচ্ছে পৃথিবীর অনেক দেশের উপর আমেরিকা আরোপিত শুল্কের কারণেই এমনটা ঘটছে।

উল্লেখ্য, মার্চের শেষভাগে অর্থাৎ, ২১ থেকে ২৮ মার্চের মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজারে প্রায় ৩০ হাজার ৯২৭ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। অন্যদিকে, ফেব্রুয়ারিতে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা ৩৪ হাজার ৫৭৪ কোটি টাকা তুলে নিয়েছিল। আর জানুয়ারিতে তুলে নেওয়ার অঙ্কটা ছিল ৭৮ হাজার ২৭ কোটি টাকা।

জিওজিৎ ইনভেস্টমেন্টের ভিকে বিজয়কুমার বলেন যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো পারস্পরিক কর বিশ্বজুড়ে শেয়ার বাজারকে প্রভাবিত করেছে। ধাক্কা খেয়েছে আমেরিকার শেয়ার বাজারও। তিনি বলছেন, এই অস্থিরতা কমে গেলেই বিদেশি বিনিয়োগকারীরা ঠিক কী করতে চাইছেন, তা বোঝা যাবে।

তিনি আরও বলেন, আগামীতে ভারত আবারও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। কারণ, আমেরিকা ও চিনে সময়ের সঙ্গে অর্থনৈতিক মন্দার পরিস্থিতি দেখা যাবে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।