AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Union Budget 2025: অর্থমন্ত্রীর ঘোষণার পর দাম কমছে কোন কোন জীবনদায়ী ওষুধের? নাম জানেন কি?

Union Budget 2025: নির্মলার বাজেটে আপাতত মধ্যবিত্তের ঘরে সুখের জোয়ার। ১২ লক্ষ পর্যন্ত নেই কোনও আয়কর, জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু শুধুই মধ্যবিত্তের সংসারে নয়, মারণরোগে যাদের সংসার ছিন্নভিন্ন হয়েছে, তাদের কথাও ভাবলেন অর্থমন্ত্রী।

Union Budget 2025: অর্থমন্ত্রীর ঘোষণার পর দাম কমছে কোন কোন জীবনদায়ী ওষুধের? নাম জানেন কি?
Image Credit: PTI | Soumyabrata Roy/NurPhoto via Getty Images
| Updated on: Feb 01, 2025 | 1:29 PM
Share

নয়াদিল্লি: টানা ১ ঘণ্টা ১৬ মিনিট সংসদে দাঁড়িয়ে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মাঝে হোঁচট খেলেন দু’বার। একবার ১২ লক্ষ পর্যন্ত কর ছাড় বলার গলা ভেজাতে, আর একবার কথা বলতে গিয়েই থামলেন তিনি। তাছাড়াও, টানা ঘণ্টা দেড়েকের মধ্য়ে বাজেট বক্তৃতা শেষ করলেন অর্থমন্ত্রী।

নির্মলার বাজেটে আপাতত মধ্যবিত্তের ঘরে সুখের জোয়ার। ১২ লক্ষ পর্যন্ত নেই কোনও আয়কর, জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু শুধুই মধ্যবিত্তের সংসারে নয়, মারণরোগে যাদের সংসার ছিন্নভিন্ন হয়েছে, তাদের কথাও ভাবলেন অর্থমন্ত্রী। এদিন তিনি ঘোষণা করলেন, ক্যানসার-সহ দুরারোগ্য ব্যাধীর জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে লাগবে না কোনও কর। পাশাপাশি, আরও ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেন তিনি।

দাম কমবে কোন জীবনদায়ী ওষুধের

ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বেশির ভাগ ওষুধ ক্যানসার চিকিৎসার জন্য। ওষুধের নামগুলি হল –

  • প্যামব্রোলিজুম্যাব কি
  • প্যামব্রোলিজুম্যাব কিরণ
  • লোরলাতিনিব
  • ড্যাকোমিটনিব
  • ইনোতজুম্যাব ওজোজামিসিন
  • রিবোসিস্লিব
  • দেবরাফেনিব
  • সেলুমেতিনিব
  • বেনরালিজুম্যাব
  • ফুলভেসট্রান্ট
  • আকালিব্রুতিনিব
  • ওলাপারিব
  • ওমিভানতাম্যাব
  • টেসলিস্টাম্যাব
  • উসতেকিনুম্যাব
  • দারাতুমুম্যাব
  • ইব্রুতিনিব
  • বোর্তেজমিব
  • দারাৎমুম্যাব
  • সিটুক্সিম্যাব
  • অ্যাভিলুম্যাব
  • টেপোতিনিব
  • ব্রেনটুক্সিম্যাব
  • ভেদোলিজুম্যাব
  • ভেলাগ্লুসেরাস আলফা
  • আগ্লাসিডাস্ক আলফা
  • ইদুরসাফফ্য়াজ
  • মেপোলিজুম্যাব
  • এলেকটিনিব
  • রিসডিপ্লাম পাউডার
  • এমিসিজুম্যাব
  • এৎজোলিজুম্যাব
  • পার্তুজুম্য়াব
  • ওকরেলিজুম্যাব
  • পোলাৎজুম্যাব ভেডটিন
  • ফারিসিম্যাব ও লুসপাটেরসেপ্ট

এই প্রতিটি ওষুধ ক্য়ানসার ও রক্তের রোগের ব্যবহৃত হয় বলেই জানা গিয়েছে চিকিৎসক মহল সূত্রে।

উল্লেখ্য গত অর্থবর্ষের বাজেটে তিনটি মূল ক্যানসারের ওষুধের দাম কমিয়েছিল কেন্দ্র সরকার। সেগুলি হল, ট্রান্সটুজুম্যাব ডেরাক্সটিক্য়ান, যা মূলত ব্রেস্ট ক্যানসারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওসিমার্টিনিব, যা মূলত ফুসফুসে ক্যানসারের জন্য ব্যবহৃত হয়ে থাকে। ডারভ্যালুম্যাব, যা ফুসফুসেরই আরও এক ধরণের ক্যানসারের ওষুধ হিসাবে কাজ করে।

তবে শুধুই জীবনদায়ী ওষুধের কর ছাড় নয়। তার পাশাপাশি, মেডিক্যাল সরঞ্জামের মতো একাধিক জিনিসের দাম কমানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।